বৌদ্ধমন্দিরের সব ভিক্ষুই মাদকাসক্ত
<![CDATA[
থাইল্যান্ডে একটি বৌদ্ধমন্দিরের প্রধান ভিক্ষুসহ সব ভিক্ষু মাদক পরীক্ষায় ‘পজিটিভ’ হওয়ার পর মন্দিরটি খালি করে দেয়া হয়েছে। ভিক্ষুদের সবাইকে মাদক নিরাময়কেন্দ্রে পাঠানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, তারা সবাই মেথামফেটামিন নামক মাদক গ্রহণ করতেন।
থাইল্যান্ডের ফেটচাবুন প্রদেশের বুং সাম ফান জেলায় মন্দিরটি অবস্থিত। সেখানে মোট চারজন ভিক্ষু ছিলেন। তাদের সবার শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গিয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ওই বৌদ্ধমন্দিরটির মাদকাসক্ত চার ভিক্ষুকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে এবং সেখান থেকে তাদের মাদক পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে।
আরও পড়ুন: গাঁজা চাষ ও ব্যবহার বৈধ করল থাইল্যান্ড
বুং সাম ফান জেলার কর্মকর্তা বোনলার্ট থিনটাপথই বলেন, ওই মন্দিরে এখন কোনো সন্ন্যাসী নেই। ধর্মীয় আচার কীভাবে পালন করবেন, তা নিয়ে স্থানীয়রা চিন্তায় রয়েছেন। তবে ওই মন্দিরে অন্য সন্ন্যাসীদের পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, থাইল্যান্ডে বর্তমানে মাদক বিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে সোমবার (২৮ নভেম্বর) ওই বৌদ্ধমন্দিরে অভিযান চালানো হয়। অভিযানে ভিক্ষুদের মূত্র পরীক্ষা করলে তাদের দেহে মাদকের উপস্থিতি ধরা পড়ে।
]]>