সিরাজগঞ্জে বিরল প্রজাতির তক্ষকসহ ২ জন আটক
<![CDATA[
সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে বিরল প্রজাতির তক্ষকসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের গোলচক্কর এলাকায় হতে তাদের আটক করা হয়।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক জুলহাজ হোসেন জানান, একটি পাচারকারী দল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি পাহাড় থেকে দুইটি বিরল প্রজাতির তক্ষক নিয়ে গাইবান্ধার দিকে নিয়ে যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের গোলচক্কর এলাকায় অবস্থান নেয়া হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা, ডিবির এস আই মেহেদী হাসান ও বন বিভাগের একদল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পূর্ব নির্ধারিত খবর অনুযায়ী বি.এম ট্রাভেলস বাসে অভিযান চালিয়ে দুইটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।
আরও পড়ুন: তক্ষক বেচাবিক্রির সময় খুলনায় গ্রেফতার ৪
আটককৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার এতা লং পাড়ার আব্দুল মান্নানের ছেলে মো. লোকমান হোসেন (২৭) এবং গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার তরব মহাদি এলাকার মৃত মফিজাল আকন্দের ছেলে মো. ছাদেকুল আকন্দ (৪৫)।
পরে আটককৃত আসামিদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের ছয় মাসের কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং সংশ্লিষ্ট বিভাগকে উদ্ধারকৃত তক্ষকগুলোকে বনে অবমুক্ত করার নির্দেশনা প্রদান করেন।
]]>




