খেলা

সুবর্ণজয়ন্তী পেরোনো বাংলাদেশের অর্জন অভূতপূর্ব: মুনতাসির মামুন

<![CDATA[

শুরু হলো বিজয়ের মাস। এ মাসেই বাঙালি পায় ত্যাগের মধ্য দিয়ে অহংকার ও গৌরবের কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ। সুবর্ণজয়ন্তী পেরোনো বাংলাদেশের অর্জনকে অভূতপূর্ব বলে মনে করেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। তবে সামাজিক ন্যায়বিচার, দৃঢ় গণতান্ত্রিক কাঠামো ও ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আরও বেশি কাজের সুযোগ রয়েছে বলে মত তার।

সম্প্রতি একান্ত সাক্ষাৎক্ষারে সময় সংবাদকে মুনতাসির মামুন বলেন, বাংলাদেশ গত ৫০ বছরে যা অর্জন করেছে আমি বলব, অভূতপূর্ব। এখন বাংলাদেশের সব মানুষের পায়ে জুতা বা স্যান্ডেল থাকে, যা এটা আগে আমি কখনও দেখিনি। এখন তিন বেলা খেতে পায়, গ্রামগুলো আর আগের গ্রাম নেই, মনে হচ্ছে আধাশহর হয়ে গেছে। ৫০ বছরে কিন্তু এটি আমি দেখে গেলাম, যেটা গত ৫০০ থেকে ৬০০ বছরের ইতিহাসে দেখা যায়নি।

এ বিশ্লেষকের মতে, ৫১ বছরের বাংলাদেশ এগিয়েছে অনেক। এখনও যেতে হবে বহুদূর। তবে এগিয়ে যাওয়ার পথে হৃদয়ে থাকুক মুক্তিযুদ্ধের চেতনা।

আরও পড়ুন: বিজয়ের মাস শুরু

তিনি আরও বলেন, বাংলাদেশের মতো দেশে কাউকে সন্তুষ্ট করা যায় না। বিরোধী দল মানে হচ্ছে, কবে সরকার যাবে আর সরকারে যে দল আসে, সে ভাবে কবে বিরোধী দল থাকবে না। এই সংকট থেকে মুক্ত হতে পারেনি দেশ। হয় সবাইকে স্বাধীনতাবিরোধী হতে হবে অথবা সবাইকে স্বাধীনতার পক্ষে হতে হবে, না হলে এ শান্তি হবে না।

ধন-ধান্য পুষ্পে ভরা এই বসুন্ধরার মাঝে এক অপরূপ শ্যামল সজীব দেশ বাংলাদেশ। বাংলা নামের এই ভূখণ্ড শতাব্দীর পর শতাব্দী ধরে ছিল পরাধীনতার শৃঙ্খলে। ১৯৪৭ সালে দেশভাগের বাস্তবতায় জন্ম নেয় দুটি রাষ্ট্র। আন্তর্জাতিক রাজনীতির নানা হিসাব-নিকাশে বাংলার ভাগ্যজুড়ে যায় পাকিস্তানের সঙ্গে। সেই যাত্রার শুরু থেকেই বাঙালির মনে মনে লালিত হতে থাকে এক অমিত শৌর্যময় স্বপ্ন-স্বাধীনতা। ২৩ বছরের পাকিস্তানি শোষণের মাঝে রোপিত সেই মুক্ত বাংলার স্বপ্নে জল দিয়েছেন অনেকেই।

তবে শোষণ-বঞ্চনার যাতাকলে নিষ্পেষিত, নিপীড়িত বাঙালিকে সত্যিকারে মুক্তির ডাক দিয়েছেন এক প্রবাদপুরুষ। মঙ্গল প্রদীপ হাতে দিগ্‌ভ্রান্ত জাতির মুক্তির মহানায়ক হিসেবে আবির্ভূত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এরপরের ইতিহাস বারুদের, তেজোদীপ্ত রুখে দাঁড়ানোর, নিপীড়ন, নির্যাতন, সম্ভ্রমহানি এবং সাগর সমান রক্ত পেরিয়ে বিজয় অর্জনের। দীর্ঘ নয় মাসের রক্তঝরা সংগ্রামের ফল আসে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। বাংলার অদম্য অগ্রযাত্রা আজ বিশ্বের বিস্ময়। তবে ক্রমাগত এগিয়ে চলা বাংলার এ প্রবৃদ্ধির ফাঁক গলে মেঘে ঢাকা আকাশও উঁকি দেয় কি কখনো কখনো।

আছে শত বাঁধা, আছে প্রতিবন্ধতা একই সঙ্গে আছে অপূর্ণতার নানা খতিয়ান। স্বাধীনতার বহমান সেই সুবাতাসকে সঙ্গী করে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া বাঙালির অগ্রযাত্রা রুখে দেয়ার সাধ্য কার

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!