এবার ইডির ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি বিজয়!
<![CDATA[
দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা। ‘লাইগার’ ছবি দিয়ে আত্মপ্রকাশ করেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। তবে খ্যাতি তার যে হারে বেড়েছে, সেভাবে বেড়েছে বিড়ম্বনায়ও। আর তাই বুধবার (৩০ নভেম্বর) থানায় হাজিরা দিতে দেখা গেছে এ অভিনেতাকে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দীর্ঘ ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে তাকে। কারণ ওই একটাই বলিউডের ছবি ‘লাইগার’।
চলতি বছরের আগস্টে মুক্তি পেয়েছিল ছবিটি। বক্স অফিসে তেমন সুবিধা না করার পাশাপাশি দর্শক আর সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়াতে পারেনি বিজয় অভিনীত এ ছবিটি। তবে ছবিটি জড়িয়েছে আইনি জটিলতায়।
এ ছবি তৈরি করতে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। সেই টাকার বৈধতা নিয়েই অভিযোগ উঠেছে এবার। তাই টাকার উৎস খতিয়ে দেখতে নির্মাতা থেকে শুরু করে নায়ক, নায়িকাদেরও একে একে তলব করবে ইডি কর্তৃপক্ষ। তারা সন্দেহ করছে বৈদেশিক মুদ্রায় এ ছবিটি বানানো হয়েছে।
আরও পড়ুন: চিকিৎসার জন্য এবার কোরিয়া যাচ্ছেন সামান্থা!
এর জের ধরেই ১৭ নভেম্বর ‘লাইগার’-এর প্রযোজক চার্মে কউরকে তলব করা হয়েছিল। এবার ডাকা হলো বিজয় দেবেরাকোন্ডাকে। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা অবধি চলেছে এই জিজ্ঞাসাবাদের পর্ব।
জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে বিজয়কে অবশ্য ফুরফুরে মেজাজেই দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বিজয় বলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যাও আসবে জীবনে। ঠিক পার্শ্বপ্রতিক্রিয়ার মতো। এটাও অভিজ্ঞতা। আমায় যখন ডাকা হয়েছে, এসে দায়িত্ব পালন করলাম। উত্তর দিয়েছি, যা জিজ্ঞাসা করা হয়েছে। আমাকে আর ডাকবে না।’
দক্ষিণী এ তারকার দাবি, খ্যাতি বাড়লে এসবও জীবনের অংশ হয়ে যায়।
]]>