Feni (ফেনী)সোনাগাজী

সোনাগাজীর চরদরবেশে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

সোনাগাজী | তারিখঃ December 1st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 424 বার

সোনাগাজী প্রতিনিধি->>

সোনাগাজীর চরদরবেশ এলাকায় জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চর দরবেশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরশাহভিখারী গ্রামের কাশেম মেম্বারের বাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, চরদরবেশ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আতাউল্লাহ, ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক উদুব চন্দ্র দাস।

বক্তারা বাল্যবিবাহ-যৌতুক, মাদক, গুজব রোধে সচেতনতামূলক আলোচনা এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের গৃহীত কার্যক্রম যেমন-আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ডিজিটাল বাংলাদেশ বিষয়ে আলোচনা করেন।

মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার বলেন, “সরকার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল করতে কাজ করে যাচ্ছে। ”

জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, “গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িকতা রোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো বলেন,’আশ্রয়ণ প্রকল্পের আওতায় সরকার ভূমিহীন এবং গৃহহীনদের জমি এবং ঘর নির্মাণ করে দিচ্ছে। পর্যায়ক্রমে এ ইউনিয়নে কোন গৃহহীন থাকবেনা।’

অনুষ্ঠানে তৃণমূলের নারী- পুরুষ অংশগ্রহণ করেন এবং উপস্থিত সকলের মাঝে নবারুণ ও সচিত্র বাংলাদেশ পুস্তিকা বিতরণ করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!