পেনাল্টি ইস্যুতে মেসির সঙ্গে বাজি ধরেছিলেন পোলিশ গোলরক্ষক
<![CDATA[
অলিখিত ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচে আলবিসেলেস্তে শিবিরের পারফরম্যান্স নজরকাড়া হলেও ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে লিওনেল মেসির পেনাল্টি মিস।
এদিকে মাঠের খেলায় এ পেনাল্টি ইস্যুতে আর্জেন্টাইন তারকার সঙ্গে বাজি ধরেছিলেন পোলিশ গোলরক্ষক ভয়চেখ সেষ্ণি।
কাতারের নাইন সেভেন ফোর স্টেডিয়ামে বুধবার (৩০ নভেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল মেসিরা। হারলেও নকআউটে পৌঁছে গেছে পোলিশরা।
এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি পোল্যান্ড। গোলবারে ভয়চেখ সেষ্ণি চীনের মহাপ্রাচীর হয়ে না দাঁড়ালে পোলিশদের জালে কমপক্ষে মেসিরা জড়াতে পারতেন হাফ ডজন গোল। দ্বিতীয়ার্ধে দুটি গোল হজম করলেও প্রথমার্ধে তিনি প্রতিহত করেছেন আলবিসেলেস্তেদের ৭টি অন টার্গেট শট। ফিরিয়ে দিয়েছেন লিওনেল মেসির পেনাল্টিও। তবে পেনাল্টি মাঠে গড়ানোর আগে মেসির সঙ্গে ১০০ ইউরোর বাজি ধরেছিলেন ভয়চেখ। এমনটি পোলিশ গোলরক্ষক নিজেই জানিয়েছেন নরওয়েজীয় একটি টেলিভিশন চ্যানেলকে।
নাইন সেভেন ফোর স্টেডিয়ামে ম্যাচের ৩৬তম মিনিটের ঘটনা। ওয়ান টু ওয়ান পজিশনে হুলিয়ান আলভারেজের নেয়া জোরালো শট ফিরিয়ে দেন পোলিশদের বাজপাখি ভয়চেখ সেষ্ণি। কিন্তু বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি তিনি। অপরপ্রান্তে থাকা মেসি এগিয়ে এসে হেড নেয়ার চেষ্টা করেন। মুহূর্তে লাফিয়ে আর্জেন্টাইন তারকার হেডকে তিনি লক্ষ্যভ্রষ্ট করে দেন।
আরও পড়ুন: নকআউটে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন
তবে বল সরাতে গিয়ে মেসির মাথায় হাত লাগায় ফাউল বিবেচনায় ম্যাচ রেফারিকে পেনাল্টির আবেদন জানায় আলবিসেলেস্তেরা। ভিআর চেকের সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। তবে ভয়চেখের বিশ্বাস ছিল তিনি বল সরালেও কোনো ফাউল করেননি। তাই তখন তিনি মেসির সঙ্গে বাজি ধরেন যে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেবেন না।
ম্যাচশেষে নরওয়েজীয় টিভি টু স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে ভয়চেখ সেষ্ণি বলেন, পেনাল্টির আগে আমরা কথা বলেছিলাম। আমি মেসিকে বলেছিলাম তোমার সঙ্গে ১০০ ইউরোর বাজি, রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেবেন না। কিন্তু আমি বাজিতে মেসির কাছে হেরে গেছি।
এরপর পরের গল্প দেখেছে স্টেডিয়ামে উপস্থিত ফুটবলপ্রেমীরা। ডাচ রেফারি ড্যানি ম্যাকেলি ভিআর চেক করে পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে আর্জেন্টিনাকে এ যাত্রাতেও সফল হতে দেননি ভয়চেখ। বামে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন মেসির শট।
আরও পড়ুন: ডি মারিয়াকে নিয়ে শঙ্কা
ম্যাচশেষে মেসিকে তার বাজির টাকা দিয়েছেন কিনা এমন প্রশ্নে ভয়চেখ বলেন, আমি তাকে কোনো অর্থ শোধ করতে যাচ্ছি না। তার কাছে যথেষ্ট অর্থ আছে।
তার আগে পেনাল্টির যৌক্তিকতা নিয়ে ওঠে প্রশ্ন। উল্টো দিকে যখন ভয়চেখ ঝাঁপিয়ে পড়েন একই সঙ্গে হেডের উদ্দেশ্যে লাফিয়ে ওঠেন মেসিও। এই সময় পোলিশ গোলকিপারের গ্লাভস গিয়ে মৃদু আঘাত করে মেসির কপাল। তবে সেটা যে ভয়চেখ ইচ্ছাকৃতভাবে করেননি সেটা স্পষ্ট হয়েছে ভিআর চেকে। তাই ম্যাচ শেষে পেনাল্টি ইস্যুতে প্রশ্ন করা হয় সেষ্ণিকেও। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
ভয়চেখ বলেন, সে সময় পেনাল্টি দেয়া না দেয়া নিয়ে আমার কোনো মাথাব্যথা ছিল না।
]]>




