বিনোদন

এমআইএসটিতে তিনটি ভবনের উদ্বোধন

<![CDATA[

রাজধানীর মিরপুরে মিলিটারী ইনস্টিটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন নতুন দুটি ফ্যাকাল্টি টাওয়ার ও নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ভবন তিনটি উদ্বোধন করেন। এ সময় এমআইএসটির প্রাক্তন কমান্ড্যান্টরাসহ সেনাবাহিনী সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক-অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর মাধ্যমে এমআইএসটির প্রতিটি অনুষদের বিপরীতে একটি করে স্বতন্ত্র টাওয়ার বিল্ডিং স্থাপন করা হলো যার ফলে একাডেমিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করা সম্ভব হবে। উদ্বোধন হওয়া ফ্যাকাল্টি টাওয়ার দুটিতে সর্বাধুনিক (স্টেট অব আর্টস) গবেষণাগার বিদ্যমান; যা এমআইএসটি তথা বাংলাদেশের গবেষণা ও উন্নয়নখাতে বিশেষ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

‘হল অব ফেম’ এর দেয়াল সাজানো হয়েছে এমআইএসটির প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক, স্বর্ণ পদকপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নাম, আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার উল্লেখযোগ্য অর্জন ইত্যাদি দিয়ে।

একই দিনে এমআইএসটির পেট্রোলিয়াম ও লুব্রিকেটিং স্টেটিং ল্যাব উদ্বোধন করেন সেনাপ্রধান যা বাংলাদেশে ব্যবহৃত পেট্রোলিয়ামজাত জ্বালানির সঠিক মান নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সাইবার সিকিউরিটিতে উন্নত প্রশিক্ষণে জন্য নির্মিত সাইবার রেঞ্জও পরিদর্শন করেন সেনাপ্রধান।

আরও পড়ুন : বছরের ব্যবধানে জাবি থেকে হারিয়ে গেছে ৮ প্রজাতির প্রজাপতি

নতুন প্রশাসনিক ভবনে ৪৫ হাজার বর্গফুটের এমআইএসটির সেন্ট্রাল লাইব্রেরি স্থাপন করা হয়েছে। লাইব্রেরির একটি অংশে একাডেমিক বইয়ের পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর প্রায় ৪ হাজার বই সম্মলিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কর্ণার স্থাপন করা হয়েছে। যার উদ্দেশ্য- আগামী প্রজন্মের ইঞ্জিনিয়াররা জাতির জনকের জীবন-কর্মকাণ্ড এবং স্বাধীনতার ইতিহাস থেকে অনুপ্রেরণা লাভ করতে পারে। একই সাথে লাইব্রেরিতে আনুমানিক ২ হাজার ৫০০ বই নিয়ে গড়ে তোলা হয়েছে ‘শেখ রাসেল আঙ্গিনা’; যা শেখ রাসেল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জানতে সাহায্য করবে।

১৯৯৯ সালে নতুন কোনো অবকাঠামো নির্মাণ ছাড়া সেনাবাহিনীর নিজস্ব স্থাপনায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ জন ছাত্র অফিসার নিয়ে মিরপুর সেনানিবাসে যাত্রা শুরু করে মিলিটারী ইনস্টিটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি)। বর্তমানে চারটি অনুষদের অধীনে প্রতিষ্ঠানটির ১৩টি বিভাগে সর্বমোট ২ হাজার ৯১৭ শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি এমআইএসটির আটটি বিভাগে এমএসসি, তিনটি বিভাগে এমফিল এবং সাতটি বিভাগে পিএইচডি প্রোগ্রাম চালু আছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!