খালেদা জিয়া সমাবেশে অংশগ্রহণ করলে মুক্তির শর্ত ভঙ্গ হবে: আইনমন্ত্রী
<![CDATA[
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করলে তার মুক্তির আবেদনের দুটি শর্ত মিথ্যা প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না তাঁর মুক্তির সময় এমন শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বার ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা বলছেন তাঁকে (খালেদা জিয়া) দিয়ে ডিসেম্বরের ১০ তারিখে বক্তব্য দেওয়াবেন। তাঁকে যেই দুই শর্তে মুক্তি দেওয়া হয়েছে সেই শর্তে কিন্তু উনি রাজনীতি করতে পারবেন না এমন শর্ত নেই। কিন্তু তাঁদের (জিয়া পরিবার) যেই আবেদন ছিল, সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল তাঁর শারীরিক অবস্থা এতই খারাপ যে তিনি চলাফেরা করতে পারেন না। তাঁকে তাড়াতাড়ি মুক্তি দিয়ে চিকিৎসা করাতে হবে। যদি তিনি ১০ তারিখে বক্তব্য দিতে যান, তাহলে সেটা কি মিথ্যা বলে প্রমাণিত হবে না?’
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি নেতাদের দাবিকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতেই বেগম খালেদা জিয়ার দুই মামলায় সাজা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার অবনতির কারণে পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার কারণে দুটি শর্তে তাকে কারাগার থেকে মুক্ত করা হয়েছে। এরপর থেকে বেগম খালেদা জিয়া মুক্ত। তিনি নিজের বাসায় আছেন এবং বাইরে গিয়ে চিকিৎসাও নিচ্ছেন।
আরও পড়ুন: ডিসেম্বরে বিএনপি, আগুন ও লাঠির বিরুদ্ধে খেলা হবে: কাদের
আনিসুল বলেন, বিএনপির নেতারা বলছেন তাকে (খালেদা জিয়া) দিয়ে ডিসেম্বরের ১০ তারিখে বক্তব্য দেওয়াবেন। তাকে যেই দুই শর্তে মুক্তি দেওয়া হয়েছে সেই শর্তে কিন্তু উনি রাজনীতি করতে পারবেন না এমন শর্ত নেই। কিন্তু তাঁদের (জিয়া পরিবার) যেই আবেদন ছিল, সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল তার শারীরিক অবস্থা এতই খারাপ যে তিনি চলাফেরা করতে পারেন না। তাকে তাড়াতাড়ি মুক্তি দিয়ে চিকিৎসা করাতে হবে। যদি তিনি ১০ তারিখে বক্তব্য দিতে যান, তাহলে সেটা কি মিথ্যা বলে প্রমাণিত হবে না?
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সুপ্রিম কোর্টের এটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মো: আমিন উদ্দিন এবং আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, জেলা ও দায়রা জজ আস সামান্ত জগলুল হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের দেয়া পৌনে চার কোটি টাকা অনুদানে জেলা আইনজীবী সমিতির এই বার ভবনটি নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির ল’ ইয়ার্স ডাইরেক্টরি মোড়ক উন্মোচন এবং লাইব্রেরী সফটওয়্যারেরও উদ্বোধন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।
]]>




