ছয় বছরের নিষেধাজ্ঞার বেড়াজালে নরসিংদী চেম্বার অব কমার্সের বর্তমান পরিষদ
<![CDATA[
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বর্তমান (সদ্য সাবেক) পরিষদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পরিচালকসহ ১৮ জনের বিরুদ্ধে আগামী ছয় বছরের জন্য দেশের সব ধরনের বাণিজ্যিক সংগঠনে নির্বাচনে নিষেধাজ্ঞা জানিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত আর্বিটেশন ট্রাইব্যুনালের দায়িত্বে নিয়োজিত বিচারকরা এ সিদ্ধান্ত জানান।
সিদ্ধান্তে বলা হয়, জনৈক সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটির বিরুদ্ধে ২০১৯-২০ এবং ২০২১ সালের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন না করায় বাণিজ্য মন্ত্রণালয় গঠিত আর্বিটেশন ট্রাইব্যুনালের বিচারক উভয় পক্ষের উপস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্রের ২৯-এর ৬ ধারা লঙ্ঘিত হওয়ায় দেশের সব ধরনের বাণিজ্যিক সংগঠনে ওই কমিটির সভাপতি, সহসভাপতি পরিচালকসহ ১৮ সদস্যকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার এ সিদ্ধান্ত গ্রহণ করে।
আরও পড়ুন: ‘কাঁচা পাট’ রফতানি পণ্যের তালিকা থেকে বাদ
বাদীপক্ষের আইনজীবী ইমাম হাসান বলেন, ‘আগামী ২১ ডিসেম্বর নরসিংদী চেম্বার অব কমার্সের নির্বাচনের দিন নির্ধারিত আছে। নরসিংদী চেম্বার অব কমার্সের গঠনতন্ত্র অনুযায়ী ২৯-এর ৬ ধারা স্পষ্ট লঙ্ঘন হয়েছে। যাতে বলা আছে: কমিটির বার্ষিক সাধারণ সভা যথাসময়ে না হলে কোনো সদস্য আপত্তি জানালে ওই কমিটির কোনো সদস্যই পরবর্তী ছয় বছরের জন্য দেশের সব ধরনের বাণিজ্যিক সংগঠনের কোনো পদে নির্বাচনে অংশ নিতে পারবে না। নীতি উপেক্ষা করে বর্তমান কমিটির অনেকেই নির্বাচনে অংশ নিয়েছেন। আমরা ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি। এর পরিপ্রেক্ষিতে তাদের কমিটির ১৮ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানিয়েছেন আর্বিটেশন ট্রাইব্যুনাল।’
]]>