Feni (ফেনী)পরশুরাম

পরশুরামে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে দুই চালকের অর্থদন্ড

পরশুরাম প্রতিনিধি-

পরশুরামে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে দুই ট্রাক চালকের অর্থদন্ড (জরিমানা) করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার গুথুমা এলাকার বাঁশপদুয়া কলাবাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাশ্যমাণ আদালতের বিচারক ও পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরশুরাম উপজেলার গুথুমা এলাকার বাঁশপদুয়া কলাবাগান সংলগ্ন এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে বালু ও মাটি অবৈধভাবে উত্তোলন করে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ওই স্থানে বর্ডার গার্ড অব ব্যাটালিয়ন (বিজিবির) ও প্রশাসনের যৌথ উদ্যোগে টাস্কফোর্স অভিযান চালায়।

অভিযানে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ট্রাক চালক মো. সাগর ও ভেকো চালক মো. দিদার হোসেনের বিরুদ্ধে ১৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

অভিযানে বর্ডার গার্ড অব ব্যাটালিয়ন এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!