যশোরে অজ্ঞানপার্টির ৪ সদস্য গ্রেফতার
<![CDATA[
যশোরে অজ্ঞানপার্টির মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার রাজারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (০২ ডিসেম্বর) র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক এম নাজিউর রহমান সংবাদ সম্মেলন করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাজারহাট মোড়ে অজ্ঞানপার্টির কয়েকজন সদস্য বিষাক্ত মলম ও চেতনানাশক তরল ওষুধ মেশানো স্প্রে দিয়ে জনসাধারণকে অজ্ঞান করে সবকিছু লুটপাট করার প্রস্তুতি নিচ্ছে। এরপর রাত ১২টার দিকে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা বাগেরহাটের মোল্লাহাট উপজেলা কোদালিয়া গ্রামের কাছেম সরদার, তার সহযোগী গাজী ইউসুছ, এম বি সামসুদ্দীন চৌধুরী ও মো. রায়হানকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি চেতনানাশক বিষাক্ত তরল ওষুধ মেশানো স্প্রে বোতল ও মানিব্যাগে রাখা ২টি বিষাক্ত মলমের প্যাকেট উদ্ধার করা হয়। এসব চেতনাশক বস্তু দিয়ে জনসাধারণকে অজ্ঞান করে লুটপাট করার স্বীকার করেছে আসামিরা।
আরও পড়ুন: যাত্রীবেশে চেতনানাশক খাইয়ে অটোচালককে হত্যা, গ্রেফতার তিন
তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
]]>




