বিনোদন

বিএনপি আমলে আমরা অন্ধকার যুগে ছিলাম: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

<![CDATA[

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আমরা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত অন্ধকার যুগে ছিলাম। মানুষ আতঙ্কে থাকতো। এখন মানুষ আর আতঙ্কে থাকে না, নিশ্চিন্তে ঘুমাতে পারে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া ত্রিমোহনী থেকে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন একথা বলেন।

কুষ্টিয়া-মেহেরপুর সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, আমরা মাঠের রাস্তার ওপর বেশি জোর দিয়েছি, কারণ কৃষক যেন সরাসরি উপকৃত হতে পারে। কারণ রাস্তা উন্নত হলে কৃষক দ্রুত ফসল বিক্রি করতে পারবে।

ফরহাদ হোসেন বলেন, রাস্তাঘাট, যোগাযোগ, অবকাঠামো এবং উন্নয়নে অন্য যে কোনো জেলার চাইতে এগিয়ে রয়েছে মেহেরপুর।

তিনি আরও বলেন, মেহেরপুর কুষ্টিয়া মহাসড়ক নির্মাণ হলে সহজেই কুষ্টিয়া মেডিকেল ও রাজশাহী মেডিকেলের যাওয়ার সুযোগ নিতে পারবে এ অঞ্চলের মানুষ। এছাড়াও এ রাস্তা নির্মাণের ফলে খুব দ্রুত সময়ের মধ্যে কুষ্টিয়া ও খুব সহজেই ঢাকা পৌঁছানো সম্ভব হবে।

আরও পড়ুন: পাহাড়ে শান্তি নষ্টের কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সার্কেল সওজ সড়কের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী প্রমুখ।

প্রকল্পে প্রায় ৬৪৩ কোটি টাকার ব্যয়ে ৫৪ কিলোমিটার রাস্তা  প্রশস্তকরণ করা হবে। এর মধ্যে প্রায় ৯ কিলোমিটার রাস্তা  ৪ লেন সড়কের প্রশস্তকরণ করা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!