বিশ্রামে ডি মারিয়া, অস্ট্রেলিয়াকে মোকাবিলায় আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
<![CDATA[
কাতার বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে মাঠে নামার আগে কঠিন সমস্যায় আর্জেন্টিনা। ঊরুর চোটের কারণে তিনি অনিশ্চিত অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে। তার অনুপস্থিতে সম্ভাব্য একাদশে কারা থাকতে পারেন সে তালিকা প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
ইনজুরির সঙ্গে লড়াই করেই কাতারে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে আবারও সেই ইনজুরি ফিরে এসেছে। বুধবার (৩০ নভেম্বর) অলিখিত ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেয়া হয়েছিল ডি মারিয়াকে। প্রথমার্ধে ভালো সুযোগ তৈরি করা মারিয়াকে হঠাৎ উঠিয়ে নেয়ায় খটকা ছিল কিছুটা। চোটের শঙ্কা নয় তো! ম্যাচ শেষে কোচ লিওনেল স্ক্যালোনি সেই শঙ্কাটাই সত্যি করলেন যেন।
জানালেন, ঊরুর পেশিতে অস্বস্তি অনুভব করছিলেন মারিয়া। তিনি বলেন, ‘সে ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল, তাই আমরা তাকে তুলে আনি। সবাই জানে সে গুরুত্বপূর্ণ। এমন একজনের খেলা চালিয়ে যাওয়া ঠিক নয়, যার আঘাত পাওয়ার শঙ্কা রয়েছে।’
আরও পড়ুন: মেসিকে ভয় পায় না অস্ট্রেলিয়া
এদিকে ডি মারিয়ার ফিট হওয়ার জন্য অপেক্ষার সুযোগ নেই আলবিসেলেস্তেদের। মাঝে মাত্র দুদিনের বিরতির পরই নামতে হচ্ছে শনিবার (৩ ডিসেম্বর) নকআউটের লড়াইয়ে। তাই আগের দিন অনুশীলনে একাদশ সাজানোর পরিকল্পনা সেরে ফেলেন স্ক্যালোনি। ডি মারিয়ার জায়গায় শুরুর একাদশে স্ক্যালোনি আবার ফেরাতে পারেন লাউতারো মার্টিনেজকে। গোড়ালির চোটের কারণে এর আগে পোল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না তিনি। বদলি হিসেবে নেমেছেন ৭৯ মিনিটে।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি শুরুর একাদশে ফিরতে পারেন ডি মারিয়ার পরিবর্তে। ফরোয়ার্ডে লিওনেল মেসির অন্যপাশে থাকবেন হুলিয়ান আলভারেজ। মধ্যমাঠে এনজো ফার্নান্দেজের জায়গায় ফিরতে পারেন লিয়ান্দ্রো পারেদেস। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের পর বাকি দুই ম্যাচে তার জায়গা হয়নি শুরুর একাদশে।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে
পারেদেসের সঙ্গে থাকবেন রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। রক্ষণভাগে মার্কোস অ্যাকুনার জায়গায় অবশ্য ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দির জায়গা প্রায় নিশ্চিত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস অ্যাকুনা/ নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ/লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
]]>




