খেলা

ক্যাম্পেইন’স এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস পেল মাইন্ডশেয়ার বাংলাদেশ

<![CDATA[

মিডিয়া ও অ্যাডভার্টাইজিংয়ের জগতে বছরজুড়ে মাইন্ডশেয়ার বাংলাদেশের জিতে নেয়া নানা অ্যাওয়ার্ডের তালিকায় এবার যোগ হয়েছে ‘ক্যাম্পেইনস এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’। এ অ্যাওয়ার্ড এসেছে দুইটি ক্যাটাগরিতে। সিলভার ক্যাটাগরিতে ‘রেস্ট অব দ্য সাউথ এশিয়া ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার’ এবং গোল্ড ক্যাটাগরিতে এসেছে ‘রেস্ট অব দ্য সাউথ এশিয়া মিডিয়া এজেন্সি অব দ্য ইয়ার’।

পয়েন্ট পদ্ধতিতে, সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া এজেন্সি এ অ্যাওয়ার্ড জিতে নেয়।

১৯৯০ সালের শুরু থেকেই অ্যাডভার্টাইজিং এবং ব্র্যান্ড কমিউনিকেশনে সামগ্রিক অর্জনের স্বীকৃতি দিয়ে আসছে ‘ক্যাম্পেইনস এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’। এ নির্দিষ্ট অ্যাওয়ার্ড প্রোগ্রামটি শুধুমাত্র সৃজনশীল কাজই নয়; অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব, সেরা ম্যানেজমেন্ট এবং অসামান্য ব্যবসায়িক কর্মক্ষমতাকেও সম্মানিত করে।

এ অ্যাওয়ার্ডটি এশিয়া প্যাসিফিক রিজিয়ন এবং যুক্তরাজ্যের সব রকম মিডিয়া, যেমন অ্যাডভার্টাইজিং, ক্রিয়েটিভ, ডিজিটাল, পিআর, স্বতন্ত্র কিংবা বিশেষ এজেন্সিগুলোকে সম্মাননা দিয়ে থাকে।

আরও পড়ুন: সিরামিক মেলায় গোল্ড অ্যাওয়ার্ড পেল এক্স সিরামিকস

মাইন্ডশেয়ার বাংলাদেশের কেইস স্টাডিটিতে কোম্পানির ভিশন, ইন্ডাস্ট্রিতে অবদান, ব্যবসায়ের বৃদ্ধির সঙ্গে তাদের অর্জনের ভূমিকাও উল্লেখ করা হয়। সেইসঙ্গে কোভিড-১৯ পরে নতুন অর্থনৈতিক পরিস্থিতিতে ব্র্যান্ডগুলোকে তাদের আগের অবস্থানে ফিরিয়ে আনতে এজেন্সিটির অবদানের কথাও এ কেইসের একটি উল্লেখযোগ্য অংশ ছিল।

এর আগেও মাইন্ডশেয়ার বাংলাদেশ বেশ কয়েকবার এ অ্যাওয়ার্ডটি জিতে থাকলেও আবারও নতুন করে পাওয়া এই সম্মাননা টিমের সবাইকে উদ্বুদ্ধ করেছে। ধারাবাহিক আস্থা ও বিশ্বাসের জন্য মাইন্ডশেয়ার বাংলাদেশ তাদের সব অংশীদার এবং ক্লায়েন্টের প্রতি অনেক কৃতজ্ঞ।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!