বান্দরবানের ৩ উপজেলায় আবারও বাড়ল ভ্রমণ নিষেধাজ্ঞা
<![CDATA[
বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি বিদেশি পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান সেনা রিজিয়নের পত্রের আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় ১১ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া অন্য সব উপজেলায় ভ্রমণ করতে পারবে।
আরও পড়ুন: রুমা-রোয়াংছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল ৪ ডিসেম্বর পর্যন্ত
তবে এর আগে ৪ ডিসেম্বর পর্যন্ত রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা চলে আসছিল। ৪ ডিসেম্বর থেকে থানচি উপজেলায় পুনরায় আবার নিষেধাজ্ঞা জারি করা হয়।
পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার কারণে ১৮ অক্টোবর থেকে বান্দরবানের দুই উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এরপর ২৩ অক্টোবর থেকে ৪ উপজেলায় নিষেধাজ্ঞা দেয়া হয়।
]]>




