বিনোদন

‘ব্যাংক লভ্যাংশ বাড়ালে ও কাস্টমস হয়রানি করলে পোশাক রফতানি বন্ধ হয়ে যাবে’

<![CDATA[

আন্তর্জাতিক অর্থনৈতিক বিপর্যয়ের অজুহাতে ব্যাংক লভ্যাংশ বাড়ালে ও কাস্টমস কোনভাবে হয়রানি করলে দেশের পোশাক রফতানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পোশাক শিল্প মালিক ও রফতানিকারকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

শনিবার (৩ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় প্রতিষ্ঠানটির নির্মাণাধীন কমপ্লেক্সে আয়োজিত বিশেষ সাধারণ সভায় তিনি এ আশঙ্কার কথা জানান। এ সময় সেলিম ওসমান গত তিন বছরে করোনা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের পোশাক রফতানি খাতের বিরাট ক্ষতির কথাও তুলে ধরেন।

বিকেএমইএ’র সভাপতি বলেন, সংকট কাটিয়ে পোশাক শিল্প আবার ঘুরে দাঁড়ালেও পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ না পাওয়ায় কারখানা টিকিয়ে রাখতে মালিকদের হিমশিম খেতে হচ্ছে। সুতার দাম কমলেও আনুষঙ্গিক সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে বিদেশি বায়ারদের শিপমেন্টও সঠিক সময়ে দেয়া যাচ্ছে না। ফলে দেশের পোশাক রফতানি খাতে ধস নামার আশঙ্কার কথা জানিয়ে ব্যাংক ও কাস্টমস জটিলতা দূর করতে সরকারের সহযোগিতা কামনা করেন সেলিম ওসমান।

আরও পড়ুন: জলবায়ু মোকাবিলায় প্রয়োজন ২৩০ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী

ভবন নির্মাণ সম্পর্কিত ব্যয় কাঠামো অবহিতকরণ, চূড়ান্ত বাজেট উত্থাপন ও অনুমোদনের লক্ষ্যে বিকেএমইএ কর্তৃপক্ষ এই বিশেষ সভার আয়োজন করে।

সভায় বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদসহ পরিচালনা পর্ষদের সকল কর্মকর্তা, পরিচালক ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জে বিকেএমএই আধুনিক কমপ্লেক্স ভবনটি নির্মাণে আরো ১৫ কোটি টাকার প্রয়োজন জানিয়ে গার্মেন্টস মালিকদের কাছে সহযোগিতা কামনা করলে ব্যবসায়ীরা তাকে আশ্বাস দেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!