রিয়াদ-মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ
<![CDATA[
শান্ত-বিজয়ের বিদায়ের পর দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে জয়ের পথ দেখাচ্ছিলেন অধিনায়ক লিটন দাস ও সাকিব আল হাসান। কঠিন উইকেটেও স্বাচ্ছন্দে করছিলেন দুজন। তবে এই দুই তারকার বিদায়ের পর খোলসবন্দী হয়ে পড়েছে বাংলাদেশের ইনিংস। ভারতের পেসারদের বিপক্ষে রান করতে সংগ্রাম করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিম। অবশেষে জোড়া আঘাতে বিদায় দুজনেরই। চাপে বাংলাদেশ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৪ ডিসেম্বর) প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামা ভারত সাকিব-এবাদত নৈপুণ্যে গুটিয়ে গেছে অল্প রানে। মাত্র ১৮৭ রানেই গুটিয়ে গেছে রোহিত শর্মার দল। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছিল অধিনায়ক লিটন দাস ও সাকিব আল হাসানের ব্যাটে।
তবে দলীয় ৭৪ রানে ওয়াশিংটন সুন্দরের বলে রাহুলের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন লিটন। তার ৬৩ বলে খেলা ৪১ রানের ইনিংসে আছে ৩টি চার ও ১টি ছয়ের মার। লিটনের বিদায়ের পর ভালোই খেলছিলেন সাকিব। ম্যাচ রেখেছিলেন বাংলাদেশের নিয়ন্ত্রণেই। দলীয় ৯৫ রানে বিদায় নেন সাকিবও। ২৯ রান করে বিদায় নেন তিনি।
আরও পড়ুন:দারুণ খেলতে থাকা লিটনের হঠাৎ বিদায়
উইকেটে এসে শুরু থেকেই নড়বড়ে রিয়াদ-মুশফিক দলকে দেখাতে পারলেন না আশা। টানা দুই ওভারে বিদায় নিলেন দুজনই। শার্দুল ঠাকুরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন টেস্ট মেজাজে ব্যাট করা রিয়াদ। ৩৫ বল খেলে ১৪ রান করেছেন সাইলেন্ট কিলার রিয়াদ।
এর ঠিক পরের ওভারে মুশফিকুর রহিমের স্ট্যাম্প উড়িয়ে দেন মোহাম্মদ সিরাজ। ৪৫ বল খেলে ১৮ রান করেছেন বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল।
]]>




