ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
<![CDATA[
চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় মাসুম আলী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
রোববার (০৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম আলী নাচোল উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি গ্রামীণ ফোনের সেলসম্যান ছিলেন।
আহত মো. আলামিন সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ ও স্থানীয়রা জানান, নাচোল থেকে বিভিন্ন ফ্লেক্সিলোডের দোকানে রিচার্জ দিয়ে জেলা শহরে ফিরছিলেন দুজন। ফেরার পথে আমনুরা টংপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে ওই মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান আরোহী মাসুম। এ সময় গুরুতর আহত আলামিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, নিহত ওই যুবকের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
]]>




