ম্যারাডোনাকে টপকে গেলেন এমবাপ্পে
<![CDATA[
বিশ্বকাপে গোলের হিসাবে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে টপকে গেলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। রোববার (৪ ডিসেম্বর) ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করায় বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ৯টি। বিশ্বকাপে ম্যারাডোনা করেছেন ৮ গোল।
বিশ্বকাপে ৯ গোল করতে এমবাপ্পের লেগেছে ১১ ম্যাচ। বিশ্বকাপে ৯টি গোল আছে ইউসেবিও, ডেভিড ভিয়া, পাওলো রসি, লিওনেল মেসিসহ আরও বেশ কয়েকজনের। ম্যারাডোনা ৮ গোল করেছেন ২১ ম্যাচে। ম্যারাডোনার মতো ক্রিস্টিয়ানো রোনালদোরও বিশ্বকাপে গোল ৮টি।
আরও পড়ুন: নেইমার ভক্তদের সুসংবাদ দিলো ব্রাজিল
পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করার দিনে গোল পেয়েছেন তার সতীর্থ অলিভার জিরুদও। এই গোলের মাধ্যমে ইতিহাস গড়েছেন তিনি। দলটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার খাতায় নাম লিখিয়েছেন তিনি। থিয়েরি অঁরিকে ছাড়িয়ে তিনি এখন ৫২ গোলের মালিক। অঁরি ফ্রান্সের হয়ে করেছেন ৫১ গোল।
আরও পড়ুন: ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া, পরিসংখ্যানে এগিয়ে যারা
৫২ গোল করতে জিরুদের লেগেছে ১১৭ ম্যাচ। অঁরি ৫১ গোল করেছেন ১২৩ ম্যাচে। ফ্রান্সের ইতিহাসে ৫০টির বেশি গোল করেছেন এই দুজনই। ৫০টির কম কিন্তু ৪০টির বেশি গোল আছে আরও দুজনের। তারা হলেন: অ্যান্তোনিও গ্রিজম্যান (৪২) ও মিশেল প্লাতিনি (৪১)। করিম বেনজেমা ৩৭, ডেভিড ত্রেজেগুয়েট ৩৪, কিলিয়ান এমবাপ্পে ৩৩টি গোল করেছেন দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে।
]]>