মাদারীপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত
<![CDATA[
মাদারীপুরের কালকিনিতে বৈধ কাগজপত্র না থাকায় একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে কালকিনি পৌরসভার ঝুড়গাঁও এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঘন বসতির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে পরিবেশ অধিদফতর। অথচ কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝুড়গাঁও এলাকায় বেশ কয়েকবছর আগে গড়ে ওঠে জামাল সরদারের মালিকানাধীন মেসার্স বি এস এম নামের একটি ইটভাটা। এর কালো ধোঁয়া নষ্ট করছে আশপাশের পরিবেশ।
আরও পড়ুন: নেত্রকোনায় ৩৪ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ আটক ৬
এ অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল। পরে পরিবেশ দূষণের সত্যতা পেলে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় ইটভাটাটি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এমন অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে কালকিনি ভূমি সহকারী কমিশনার কায়েসুর রহমান ও কালকিনি ফায়ার সার্ভিসের লিডার মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
]]>




