খেলা

পারিশ্রমিক নিয়ে কথা বললেন শরীফুল রাজ

<![CDATA[

বর্তমান সময়ের জনপ্রিয় তারকা শরীফুল রাজ। পর্দায় তার অনবদ্য অভিনয় সবার নজর কেড়েছে এরই মধ্যে। ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

এরপর ‘ন ডরাই’ সিনেমায়ও দেখা গেছে তাকে। তবে আলোচনায় এসেছেন চলতি বছরের আলোচিত সিনেমা ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘দামাল’ সিনেমায় অভিনয়ের জন্য।
এই তিন সিনেমায় দর্শকমহলে সাড়া ফেলার পাশাপাশি রাজের অভিনয়ও প্রশংসিত হয়। জানা গেছে, সিনেমা তিনটির সাফল্যের পর নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন রাজ। এমনটিও শোনা যাচ্ছে, নতুন সিনেমার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক দাবি করছেন তিনি! যা ঢাকাই চলচ্চিত্রে উচ্চ পারিশ্রমিক।

চট্টগ্রামের এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ। সেখানে পারিশ্রমিকের বিষয়ে পরাণ সিনেমার এ অভিনেতা জানান, তিনি যে পারিশ্রমিক চাচ্ছেন, তা মোটেও অতিরিক্ত নয়।

আরও পড়ুন: ঢালিউডে পা রাখলেন ডিপজলের মেয়ে

তিনি আরও বলেন, ‘একজন শিল্পী কতদিন পর কত টাকা পারিশ্রমিক নেবে, এটা কে ঠিক করে দেবেন? আমার কথা যদি বলি, আমি কিন্তু এক মাসের মধ্যে একটা সিনেমা করি না। আমার দীর্ঘ সময় লাগে। তো সেই আট-নয় মাস আমার জীবনযাপনের খরচ তো মেটাতে হবে। যেহেতু এটাই আমার পেশা। সেই হিসাবেই আমি পারিশ্রমিক চাচ্ছি।’

তবে এই উচ্চ পারিশ্রমিকের কারণে নতুন নতুন সিনেমা হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। তবে রাজের এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। এ বিষয়ে রাজের ভাষ্য, তিনি এ বিষয়ে একদমই ভাবতে রাজি নন। ক্যারিয়ারের এই সময়টায় সবকিছু বুঝেই সামনে পা ফেলতে চান তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!