বাংলাদেশ

ইন্দোনেশিয়ায় বিয়ের আগে যৌন সম্পর্ক নিষিদ্ধ

<![CDATA[

বিশ্বের বিভিন্ন দেশে বিয়ের আগে শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। কোথাও রয়েছে জরিমানা, আবার কোথাও রয়েছে কারাদণ্ডের বিধান। এক্ষেত্রে সাধারণত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কঠোর আইন থাকলেও, এবার দক্ষিণ-এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় পাস হলো এ সংক্রান্ত ফৌজদারি আইন।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, বিয়ের আগে কিংবা বিবাহবহির্ভূত যৌনতাকে অপরাধ হিসেবে গণ্য করে মঙ্গলবার (৬ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার পার্লামেন্টে এ সংক্রান্ত নতুন আইন পাস হয়েছে। এ পদক্ষেপকে পরিবর্তনের একটি অংশ হিসেবে দেখছেন দেশটির আইনপ্রণেতারা।

নতুন এ আইনে, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ালে এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। শুধু ইন্দোনেশিয়ার নাগরিক নয়; আইনটি বিদেশিদের জন্যও একইভাবে প্রযোজ্য হবে।  

তবে কোনো পক্ষ স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে কিংবা বিবাহিত কোনো ব্যক্তি যদি বিয়ের বাইরেও যৌন সম্পর্কে লিপ্ত হয় এবং সেক্ষেত্রে ভুক্তভোগী স্বামী বা স্ত্রী যদি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান; কেবল সেক্ষেত্রেই এ বিষয়ে শাস্তি কার্যকর হবে।  

আরও পড়ুন: বিয়ের আগে যৌন সম্পর্কে জড়ালেই জেল

এছাড়া অবিবাহিত কোনো নারী বা পুরুষের বাবা-মা যদি তাদের সন্তানের বিরুদ্ধে বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ করেন, তাহলে দোষী সাব্যস্ত ব্যক্তির ছয় মাসের কারাদণ্ড হতে পারে।  

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম ভ্রমণ গন্তব্য ‍ইন্দোনেশিয়া। তবে নতুন এই আইন পাস হলে পর্যটন ও বিনিয়োগের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির ব্যবসায়ী গোষ্ঠী।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!