মেসিকে নিয়েই ভয় আলভেসের
<![CDATA[
আর্জেন্টিনা-ব্রাজিল সেমিফাইনাল ম্যাচ নিয়ে এরই মধ্যে রোমাঞ্চ দানা বাঁধতে শুরু করেছে ফুটবলো অনুরাগীদের মধ্যে। কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচে জয় পেলেই সেমিফাইনালে সুপার ক্লাসিকোর দেখা মিলবে। শেষ পর্যন্ত যদি তা ঘটে, তবে ব্রাজিলের ডিফেন্ডারদের সামলাতে হবে দুরন্ত ফর্মের লিওনেল মেসিকে। কাতার বিশ্বকাপে ফর্মে থাকা আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে কিছুটা হলেও তো ভয় কাজ করার কথা পাঁচবারের চ্যাম্পিয়নদের।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে লাতিন দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে আর্জেন্টিনা। আর সোমবার (৬ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও।
আগামী শুক্রবার (৯ ডিসেম্বরই) আলাদা আলাদা সময়ে সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল। শেষ আটের ম্যাচে ব্রাজিল লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। আরেক ম্যাচে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডস। নিজ নিজ ম্যাচে যদি দুদলই জয় পায় তবে সেমিফাইনালে দেখা হয়ে যাচ্ছে আলবিসেলেস্তে ও সেলেসাওদের।
আরও পড়ুন:রিচার্লিসনের ভাবনাতে নেই আর্জেন্টিনা
এমনটা হলে ব্রাজিলকে সামলাতে হবে দুরন্ত ফর্মের লিওনেল মেসিকে। কাতার বিশ্বকাপে যেমন ফর্মে আছেন, তাতে তাকে আটকানোর কথা ভাবতেই ডিফেন্ডারদের শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা ঘাম ছুটে যাওয়ার কথা। সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে নিয়ে কী ভাবছেন সিলভা, মার্কুইনিয়োস, দানিলো, আলভেসরা?
গতকাল কোরিয়াকে হারানোর পর মিক্সড জোনে এমন প্রশ্নেরই মুখোমুখি হয়েছিলেন ব্রাজিলের বিশ্বকাপ দলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য দানি আলভেস।
আলভেজ জানিয়েছেন সেমিফাইনাল নিয়ে তার ভাবনার কথা। প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনায় তার সাবেক সতীর্থকে। দানি বলেন, ‘এখন তো আর্জেন্টিনা মানেই মেসি। সবকিছু তার মাধ্যমেই হয়। সবকিছু তার পা দিয়েই হয়।’
মেসির প্রশংসায় পঞ্চমুখ দানি এখানেই থামেননি। তিনি মনে করেন, কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাকে নিয়ে যে প্রতিপক্ষের ভয় পাওয়ার কারণ আছে তাও জানান ৩৯ বছর বয়সী এই রাইটব্যাক।
তিনি বলেন, ‘আমি মনে করি, সে দুর্দান্ত ছন্দে আছে। কোনো সন্দেহ ছাড়াই সে এই প্রতিযোগিতায় অন্যতম ভয় পাওয়ার মতো খেলোয়াড়।’
তবে ব্রাজিলিয়ানদের চিন্তায় যে এই মুহূর্তে আর্জেন্টিনা নেই তাও জানিয়েছেন দানি। তাদের চিন্তায় এখন শুধুই ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ আটের ম্যাচটি।
আরও পড়ুন:ফের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ছিল নেইমারের মনে
তিনি বলেন, ‘‘এখানে আমরা তো আর প্রতিপক্ষ বেছে নিতে পারব না। সামনে যে দলই পড়ুক, নিজেদের লক্ষ্য অর্জনে সর্বস্ব দিয়ে খেলব। আমরা এখন সেমিফাইনাল নিয়ে ভাবছি না। কারণ, এখন আমরা কোয়ার্টার ফাইনালে।’
গত বিশ্বকাপের ফাইনালে উঠে চমক দেখিয়েছিল ক্রোয়েশিয়া। এই বিশ্বকাপেও তাদের আছে সমীহ করার মতো দল। তাই দানি মনে করেন, সামর্থের সেরাটা দিয়েই জিততে হবে এই ম্যাচ।
তিনি বলেন, ‘ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে মনোযোগ দিতে হবে আমাদের। দলটিতে মানসম্পন্ন অনেক খেলোয়াড় আছে। তাদের বিপক্ষে আমাদের ১১০ শতাংশ মনোযোগ দিতে হবে।’
]]>




