বিনোদন

বিশ্বকাপে ফ্যাশন সচেতনতা দিয়ে নজর কাড়লেন যে ফুটবলাররা

<![CDATA[

ফুটবল বিশ্বকাপ জ্বরে কাপছে দুনিয়া। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ঘিরে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকে খেলোয়াড়দের ওপর। বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দিয়ে খেলতে চান ফুটবলাররা। অনেক রেকর্ড ভাঙতে মুখিয়ে থাকেন তারা। শুধু খেলায় পারফর্ম নয়, সাজসজ্জার জন্যও বেশ আলোচিত তারকা ফুটবলাররা।

বিভিন্ন অনুষ্ঠানে সাজগোজ করে নিজেকে উপস্থানের চেষ্টা করেন প্রায় সবাই। তাই বিশ্বকাপে নিজেদের নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্যে সাজগোজ করেন ফুটবলাররা। মরুর বুকে বিশ্বকাপ ঘিরে বিশেষজ্ঞদের পরামর্শে সাজগোজে বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন ফুটবল তারকারা। এবার নিজেদের সাজগোজ, স্টাইল স্টেটমেন্ট, ফ্যাশন সচেতনতা দিয়ে নজর কেড়েছেন কারা? চলুন জেনে নেয়া যাক।  

 

লিওনেল মেসি
মেসি নামটাই এমন যে তার ফুটবলশৈলীর জন্য সব দেশেই তার ফ্যান রয়েছে। এমনকি তার প্রতিপক্ষ খেলোয়াড়রাও তাকে ভালোবাসেন। সম্ভবত তার ফুটবলজীবনের শেষ বিশ্বকাপ এটি। তিনি গোল করলে একটি উৎসবের আবহ তৈরি হয়। ৩৫ বছর বয়সেও পায়ে বল নিয়ে ম্যাজিক সৃষ্টি করেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। নিজের সাজগোজ নিয়ে বরাবরই বেশ সচেতন। খুব অদ্ভুত সাজপোশাকে তাকে কখনো দেখা যায়নি। মেদহীন, সুঠাম, পেশিবহুল, নিষ্পাপ চেহারাতেই ঝড় তুলেছেন সব সময়। তবে চুলের ছাঁট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই থাকেন। আসলে মেসি যেভাবেই নিজেকে সাজান, তার ভক্তদের কাছে তিনি-ই সবসময় সবার চেয়ে সেরা।

ক্রিস্টিয়ানো রোনালদো
এ বছরের বিশ্বকাপে ইতিহাস গড়েছেন রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়েছেন। পর্তুগিজ অধিনায়ক খেলার মাঠে তো নজির গড়ে থাকেন হামেশাই। কিন্তু খেলার বাইরে ফ্যাশন দুনিয়ায়ও সিআরসেভেন বহু দৃষ্টান্ত স্থাপন করেছেন। খেলা ছাড়াও তার সাজগোজে মুগ্ধ অগণিত ভক্ত। এর আগে বিভিন্ন পোশাক নিয়ে বিতর্কেও জড়িয়েছেন তিনি। মাঠের বাইরে রোনালদোর সাজ হার মানাবে বহু বলিউড তারকাকেও।

আরও পড়ুন: ব্রাজিলের দারুণ জয়ে আবেগঘন পোস্ট নেইমারের

নেইমার
যতটা যত্ন নিয়ে খেলেন, ঠিক ততটা পরিপাটি করে সাজতেও ভালোবাসেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। বিশ্বকাপ শুরুর আগেই নিজের সাজগোজ সেরে ফেলেছিলেন ফ্যাশন সচেতন এই খেলোয়াড়। প্রতিটি ম্যাচেই তাকে একেবারে নতুনরূপে দেখা যাচ্ছে। কখনো চুলের সাজ বদলে ফেলছেন, কখনো চুলের রং। তার দুই পা-জুড়ে নকশা। হাতেও রয়েছে ট্যাটু। উল্কি আঁকা পায়ে যখন বল নিয়ে মাঠজুড়ে ছুটে বেড়ান, গ্যালারিতে এবং টিভির সামনে বসে থাকা নারী ভক্তদের অনুভূতি ধারণা করতে পারা যায়।

হ্যারি কেইন
বিশ্বকাপ শুরুর আগে পায়ে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। এতে তার বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। পরবর্তীকালে চিত্রটি অবশ্য বদলে যায়। খেলার মাঠে ইংলিশ তারকার বিধ্বংসী রূপ দেখেছেন ভক্তরা। কিন্তু মাঠের বাইরে তিনি একেবারে ‘চকলেট বয়’। ফ্যাশনদুরস্তও বটে। ইংল্যান্ডের জার্সি পরে যেমন দেখতে লাগে, মাঠের বাইরে ঠিক আলাদা। পেশিবহুল চেহারা। চুলের কায়দা বদলে যায় পোশাকের সঙ্গে সঙ্গে। ফুটবলার হিসেবে তো বটেই, হ্যারি কেইনের স্টাইল স্টেটমেন্টের ভক্তসংখ্যাও কম নয়।

ভার্জিল ফান ডাইক
নেদারল্যান্ডসের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় ভার্জিল ফান ডাইক। উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। সুদর্শনও বটে। মাঠে বল পায়ে বাজিমাত করার পাশাপাশি কেতাদুরস্ত পোশাকেও সমান নজর কাড়েন ভক্তদের। ভার্জিলের ইনস্টাগ্রামে তার ছবি দেখলে বোঝা যাবে তিনি আসলে ঠিক কতটা শৌখিন। জার্সি ছাড়া তাকে চেনা দায়। বেশ লম্বা। ফলে যেকোনো ধরনের পোশাক তাকে মানিয়ে যায়। মাঠে নামলে গ্যালারি থেকে নারী অনুরাগীদের চিৎকারে নাকি কান পাতা যায় না।

আরও পড়ুন: মেসিকে ভালোবাসেন ব্রাজিলিয়ানরাও

অ্যালিসন বেকার
লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন ব্রাজিলের প্রধান গোলকিপার অ্যালিসন বেকার। গোলরক্ষা করা তার কাজ হলেও, লিভারপুলের হয়ে গত বছর প্রিমিয়ার লিগে গোলও করেন তিনি। সেই গোল এখনও তার অনুরাগীদের মনে রয়ে গেছে। গোলরক্ষক হিসেবে অ্যালিসনের জনপ্রিয়তা গোটা বিশ্বে। চাপ দাড়ি, টোল পড়া ফরসা গোলে লালচে আভা, লালচে চুল, গোলাপি ঠোঁট বেকারের রূপেও মুগ্ধ অনেকেই। কিছু দিন আগেও অবশ্য মাথার চুল কাঁধ ছুঁয়েছিল। এখন অবশ্য চুলের সে কায়দা অতীত। ফ্যাশন দিয়ে এই গোলকিপার অনুরাগীদের মন কেড়েছেন।

জ্যাক গ্রিলিশ
তাকে দলে না নেয়া নিয়ে অনেক দিন সমালোচনা শুনতে হয়েছে কোচ গ্যারেথ সাউথগেটকে। গ্রিলিশ মাঠে নামলে গ্যালারি থেকে আসা চিৎকারে কান পাতা দায়। খেলেনও ভালো। বিশ্বকাপে গোলও করেছেন ইংলিশ মিডফিল্ডার। অনেক ভক্তই বলে, তাকে নাকি অনেকটা ডেভিড বেকহ্যামের মতো দেখতে। পুরোটা সত্যি না হলেও চুলের কায়দা খানিকটা একই রকম। বিভিন্ন সময়ে তার চুলের রং বদলে যায়। কখনো বাদামি, তো কখনো নীল। পেশিবহুল চেহারায় হাঁটু ঝুল জ্যাকেটে তাকে বেশ মানায়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!