Nilphamari (নীলফামারী)
কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ভ্রাম্যমাণ ইফতার সামগ্রী বিতরণ
আনোয়ার হোসেন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ভ্রাম্যমাণের মাধ্যমে দুস্থ-অসহায়, প্রতিবন্ধী বয়োবৃদ্ধ রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মাগুড়া ইউনিয়নে ভ্রাম্যমাণের মাধ্যমে বিভিন্ন রাস্তার মোড়, বাজারে অসহায়দের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পতিরাম চন্দ্র, সহ-সভাপতি রাশেদুর রহমান রাশেদের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, দলটির সহ-সভাপতি আসাদুজ্জামান চিলু, তানজিদুল হক বাবু, সদর ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান বিলু, মাগুরা ইউনিয়নের আহবায়ক শিবু দেবনাথ প্রমুখ।রমজানের ফজিলত এমন ইফতার সামগ্রী ও করোনা কালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা পেয়ে অসহায়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন।