প্রথমার্ধে সমানতালে লড়ল স্পেন-মরক্কো
<![CDATA[
কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে প্রথমার্ধে সেয়ানে সেয়ানে লড়াই করেছে স্পেন ও মরক্কো। ৪৫ মিনিটের লড়াইয়ে কোনো দল পায়নি গোলের দেখা।
এডুকেশন সিটি স্টেডিয়ামে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার ম্যাচে প্রথমার্ধে কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি স্পেন। অন্যদিকে মরক্কোর নেয়া ৩ শটের একটি ছিল লক্ষ্য বরাবর।
র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ১৫ ধাপের। এখন পর্যন্ত তিনবার মুখোমুখি লড়াইয়ে দুবারই জিতেছে স্পেন। তবে সবশেষ দেখায় ২০১৮ সালের বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে এ দুই দেশ। চার বছর পর আবার মুখোমুখি লড়াইয়ে নেমে প্রথম ১০ মিনিটে আক্রমণ ও পাল্টা-আক্রমণে কেউই কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ১১ মিনিটে প্রথম গোলের উদ্দেশে ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক নেয় মরক্কো। তবে আশরাফ হাকিমির জোরালো শটটি থাকেনি লক্ষ্যে। তিন মিনিট পর নুসাইর মাজরাউয়ি ক্রস স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন গ্লাভসবন্দি করে দলকে বিপদমুক্ত করেন।
আরও পড়ুন: আফ্রিকার আশা বাঁচিয়ে রাখতে পারবে মরক্কো?
২১ মিনিটে ভীতি ছড়িয়েছিল হাকিম জিয়েশ। একক নৈপুণ্যে মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে তিনি ঢুকে পড়েন স্প্যানিশ রক্ষণদুর্গে। তবে আয়মারিক লাপোর্তের বাধায় তিনি গোলের উদ্দেশে শট নিতে পারেননি। তিন মিনিট পর উল্টো গোল হজম করতে বসেছিল মরক্কো। সতীর্থের ক্রস দখলে নিয়ে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোকে পরাস্ত করে গোলের উদ্দেশে শট নেন গাভি। তবে তার শটটি বাধা পায় বারে। ফিরতি বলে শট নেন ফেরান তোরেস। এবার বাধা হয়ে দাঁড়ান মরক্কোর ডিফেন্ডাররা।
তবে তাতে হতাশ হওয়ার কিছু ছিল না ২০১০ সালের চ্যাম্পিয়নদের জন্য। কারণ লাইন্সম্যান পতাকা তুলে সংকেত দেন অফসাইডের। পরের মিনিটে আবার আক্রমণে উঠে শট নেন মার্কো অ্যাসেনসিও। দ্রুত গতিতে ছুটে চলায় লক্ষ্য ঠিক রাখতে পারেননি তিনি। ৩৩ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন নুসাইর মাজরাউয়ি। কোনো রকম ঠেকিয়ে দিয়ে দলকে গোল হজম থেকে উদ্ধার করেন সিমন। অন্যদিকে টিকিটাকা ফুটবল খেলতে থাকা লুইস এনরিকের শিষ্যরা বার বার আক্রমণে উঠলে গোলের উদ্দেশে তাদের শট নিতে দেননি হাকিমিরা।
আরও পড়ুন: সেমিফাইনালেই দেখা হবে ব্রাজিল-আর্জেন্টিনার?
৪১ মিনিটে গোলবারের সামনে নায়েফ ঠিকঠাক হেড দিতে না পারায় গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে মরক্কো। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল।
]]>




