পিরোজপুরে আ'লীগের সভাস্থলের পাশেই ৫ ককটেল বিস্ফোরণ
<![CDATA[
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সভা চলাকালে সভাস্থলের পাশেই পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ও ডিবি (উত্তর) ঘটনাস্থলে গিয়ে অব্যবহৃত অবস্থায় সাতটি ককটেল উদ্ধার করে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৯ টার দিকে বালিপাড়ার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানাকে আটক করেছে পুলিশ। ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: পুলিশের ভুলে ডাকাতি মামলায় হাজতবাস কাঠমিস্ত্রির
পিরোজপুর ডিবি পুলিশ (উত্তর) ওসি মো. জাকারিয়া হোসেন জানান, বাজার সংলগ্ন এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভা চলাকালে এ ঘটনা ঘটে। পরে সেখানে গিয়ে সাতটি অব্যবহৃত ককটেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সভা বানচাল করতে এবং নাশকতার উদ্দেশ্যে একটি পক্ষ এ ঘটনা ঘটাতে পারে।
]]>




