ফেনীর লালপোলে ১২ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, দুই নারীসহ তিন মাদক বিক্রেতা আটক
ফেনী | তারিখঃ December 7th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 169 বার
সদর প্রতিনিধি->>
ফেনীর লালপোলে ১২ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। মাদক বিক্রেীর কাজে জড়িত থাকায় দুই নারীসহ তিন জন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। বুধবার দুপুরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের লালপোলস্থ মুহুরী ফিলিং স্টেশন এর সামনে থেকে ফাতেমা (৫৫), হাসিনা বেগম (৩৮) ও নুরুল আফসার (২৮) কে আটক করে র্যাব।
আটককৃতরা কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার মোস্তাক পাড়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে দিল মোহাম্মদের স্ত্রী ফাতেমা ও তার মেয়ে হাসিনা বেগম, অপরজন নুরুল আফসার আব্দুল খালেকের ছেলে
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোল মুহুরী ফিলিং স্টেশন এর সামনে মাদকদ্রব্যসহ গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে দুই নারীসহ তিনজন। এমন তথ্য পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাদের আটকের পর তাদের সাথে থাকা দুইটি ভ্যানিটি ব্যাগ এবং পরিহিত প্যান্টের পকেট হতে ৬২টি নীল রংয়ের বায়ুরোধক পলিজিপার প্যাকেটে মোট ১২ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক বহনের কাজে জড়িত থাকায় তিন জনকে আটক করে র্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৯ লাখ ৮ হাজার টাকা।
র্যাবের জিঙ্গাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে ফেনী, ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-৭, ফেনী ক্যাম্প’র কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।