চলনবিলে ডিজিটাল সিটি সেন্টার: স্বপ্ন পূরণ হচ্ছে ফ্রিল্যান্সারদের
<![CDATA[
চলনবিলের জনগণকে যুগ উপযোগী কর্মসংস্থান তৈরি করে দিতে নাটোরের সিংড়ায় দ্রুত গতিতে নির্মাণ কাজ চলছে চলনবিল ডিজিটাল সিটির। কর্মমুখী প্রশিক্ষণ দিতে ডিজিটাল সিটিতে হাইটেক পার্ক, শেখ কামাল ইনকিবিউশন সেন্টার, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও প্রবাসীদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নির্মাণ হচ্ছে। এখান থেকে ২০২৫ সালের মধ্যে প্রতি বছর ৫ হাজার যুবকের এবং ২০৩০ সালের মধ্যে ২০ হাজার যুবকের কর্মসংস্থান হবে।
এরইমধ্যে শেখ কামাল ইনকিবিউশন সেন্টার ও প্রবাসীদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আর অন্য দুই প্রতিষ্ঠান ২০২৫ সালের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ হবে।
রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস শেষ করে সিংড়ার এক দোকানে কাজ করছেন আব্দুর রশিদ। তিনি বলেন, ‘সিংড়ায় চারটি প্রশিক্ষণ কেন্দ্র হওয়া ভাগ্যের ব্যাপার। এখান থেকে করুণ প্রজন্ম নিজেদের ইচ্ছা মতো যেকোন কাজের প্রশিক্ষণ নিতে পারবেন।’
নাটোর শহরের মল্লিকহাটির বাসিন্দা মশিউর রহমান বলেন, ‘চলনবিল ডিজিটাল সিটি দেখতে এসেছি। শুধু সিংড়াবাসীর জন্য না, নাটোরসহ আশপাশের জেলার শিক্ষিত যুবকের এ সিটি কর্মসংস্থান করবে।’
আরও পড়ুন: দেশের ৮৭ হাজার গ্রামে ডিজিটাল সেন্টার স্থাপন হবে: পলক
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ২৫ সালের মধ্যে চলনবিল ডিজিটাল সিটি থেকে প্রতি বছর ৫ হাজার এবং ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ২০ হাজার যুবকের কর্মসংস্থান হবে।
প্রায় ২০ একর জমিতে ২০১৭ সালে নির্মাণ কাজ চলনবিল ডিজিটাল সিটি। এই ৪টি প্রতিষ্ঠান নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৪০০ কোটি টাকা।
]]>