রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিনের দাফন সম্পন্ন
<![CDATA[
দিনাজপুরের হিলিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাদ জোহর বাংলাহিলি কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে হিলি রাজধানী মোড়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার দেয়া হয়।
এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ও হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিনকে রাষ্ট্রীয় সালাম দেন।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা এস এ মালেকের দাফন সম্পন্ন
জহির উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ বাসুদেবপুর এলাকার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন দীর্ঘ সময় সামরিক বাহিনীতে চাকরি করেছেন। মুক্তিযুদ্ধের সময় ৭ নম্বর সেক্টরে ক্যাপ্টেন গিয়াস উদ্দিন বীরপ্রতীকের সঙ্গে যুদ্ধ করেন তিনি।
]]>




