খেলা

নবগঙ্গায় বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ চাষ

<![CDATA[

ঝিনাইদহের নবগঙ্গা নদীর ৪ কিলোমিটার অংশে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ চাষ করছেন স্থানীয় প্রভাবশালীরা। ফলে নদী এখন ছোট ছোট পুকুরে রূপ নিয়েছে। দ্রুত নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। তবে বিষয়টি সমাধানে কোনো কার্যকরী উদ্যোগ নেই জেলা প্রশাসনের।

সরেজমিনে দেখা গেছে,  ঝিনাইদহ সদর উপজেলার জাড়গ্রামের ওপর দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর দুই প্রান্তে ইউ আকৃতির অংশে ৫০০ মিটার করে খাল খননের মাধ্যমে গতিপথ পরিবর্তন করা হয়েছে। আর বাকি প্রায় ৪ কিলোমিটার অংশে দেয়া হয়েছে ৭টি বাঁধ। ফলে, এক সময়ে প্রবহমান নবগঙ্গা নদী অসংখ্য ছোট পুকুরে পরিণত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাসহ প্রভাবশালীরা নদী দখল করে মাছ চাষ করছে। সদর উপজেলার জাড়গ্রাম ও হরিণাকুন্ডু উপজেলার তিনটি এলাকার কাউকেই নদীতে নামতে দিচ্ছে না দখলদাররা। ফলে সদর উপজেলার একাংশের পাট চাষও বন্ধ হয়ে গেছে ।

আরও পড়ুন: কৃষকদের মার্কেট প্রভাবশালীদের দখলে

ভুক্তভোগীরা বলছে, আমরা নদীতে নামলেই মারতে তেড়ে আসছে। মাছ ধরতে গেলে চোর বলে বেঁধে রাখছে। আমরা পাটচাষও করতে পারছি না। আমরা সেই পরিচিত নবগঙ্গা নদী ফেরত চাই। বিষয়টি বারবার জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি জেলা প্রশাসন।

এ বিষয়ে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খুব দ্রুতই যেসব জায়গায় বাঁধ রয়েছে সেসব বাঁধ উন্মুক্ত করার ব্যবস্থা করবেন।’

সদর ও হরিণাকুন্ডু উপজেলার নদী তীরবর্তী চারটি এলাকায় অন্তত ১০ হাজার মানুষের বাস।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!