নিজ বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা পেলেন সাবিনারা
<![CDATA[
নিজ শিক্ষা প্রতিষ্ঠান গণবিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা পেয়েছেন সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ চার খেলোয়াড়। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন এই নারী খেলোয়াড়রা।
সাভারের মির্জানগর গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিকেলে খোলা পরিবেশে দেশের গর্বিত চার নারী খেলোয়াড়কে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি।
গণবিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। এসময় বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিনা খাতুন, শিউলি আজিম, তামান্না, মান্দা মারিয়া ও মার্জিয়া খাতুনদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেন প্রধান অতিথি।
আরও পড়ুন: শেখ রাসেলকে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
এছাড়া বাংলাদেশ নারী ফুটবল দলের ফিজিওথেরাপিস্ট ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাইজু ইয়াসমিন লিপাকেও সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ তার বক্তব্যে সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানান। এসময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের পর কোন ক্লাবে যাচ্ছেন মেসি?
নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সংবর্ধিত হতে পেরে দারুণ খুশি এই চার নারী ফুটবলার। একই দিন গণবিশ্ববিদ্যালয়ে সাফ ফুটবল জয়ী নারী খেলোয়াড়দের সঙ্গে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের কৃতি খেলোয়াড়দেরও সংবর্ধনা দেয়া হয়। আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসের তৃতীয় আসরে ১২৫টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গণবিশ্ববিদ্যালয় নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।
]]>




