ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যান কী বলছে
<![CDATA[
ক্যামেরুনের বিপক্ষে দ্বিতীয় সারির দল নামিয়ে হোঁচট খেয়েছিল ব্রাজিল। তবে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে তারা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। হেক্সার স্বপ্নপূরণের পথে এবার তাদের সামনে বাধা গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। তবে ক্রোয়াটদের বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যান কী বলছে? এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে নেইমাররা।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ শেষবার ট্রফি উঁচিয়ে ধরেছিল ২০০২ সালে। ২০ বছর পর হেক্সা মিশনের পথে এবার কাতার পাড়ি দিয়েছে নেইমাররা। দক্ষিণ কোরিয়া-জাপানের পর এশিয়ায় আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপে ট্রফি উঁচিয়ে ধরার পথে তারা মাত্র তিন ম্যাচ পেছনে।
আরও পড়ুন: ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের আগে যা জানা দরকার
সে পথে তাদের প্রথম বাধা ক্রোয়েশিয়া। তবে অতীত পরিসংখ্যান খুব একটা ভাবাচ্ছে না তিতের শিষ্যদের। এখন পর্যন্ত দুই দলের চারবারের দেখায় তিনবারই জিতেছে ব্রাজিল। ২০০৫ সালে দুই দেশের মধ্যে হওয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি কেবল ১-১ গোল সমতায় শেষ হয়েছে।
ফুটবলের বিশ্ব আসরে ২০০৬ সালে প্রথম দেখায় কাকার গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছিল ব্রাজিল। এরপর ২০১৪ সালের বিশ্বকাপে নেইমারের জোড়া গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছিল সেলেসাওরা। দুবারই তারা লড়েছে গ্রুপপর্বে। এবারই প্রথম তারা মোকাবিলা করবে নকআউট পর্বের ম্যাচে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০১৮ সালে সবশেষ মাঠে নেমেছিল ব্রাজিল। আন্তর্জাতিক সে প্রীতি ম্যাচটিতে ২-০ গোলের জয় পেয়েছিল ব্রাজিল। ম্যাচে একটি গোল ছিল নেইমারের। পরিসংখ্যান বলছে, ক্রোয়াটদের বিপক্ষে বরাবরই ভয়ংকর নেইমার।
আরও পড়ুন: শিরোপার দৌড়ে এগিয়ে ব্রাজিল, ধারেকাছেও নেই আর্জেন্টিনা!
এদিকে ফিফা র্যাঙ্কিংয়ে দুদলের মধ্যে পার্থক্যটাও ১২ ধাপের। তবে টানা ১০ ম্যাচে অপরাজিত থাকা ইউরোপের দলটিকে ছোট করে দেখার সুযোগ নেই নেইমারদের সামনে। গত আসরে আর্জেন্টিনাকে তারা হারিয়েছিল ৩-০ গোলে। লুকা মদ্রিচ, ইভান পেরিসিচ, পেত্রোভিচদের নিয়ে গড়া দলটি যেকোনো দলকে হারানোর সক্ষমতা রাখে।
]]>