নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পিকআপচালক নিহত
<![CDATA[
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বালুবাহী পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক হারুন-উর-রশিদ লিটন (৩৫) নিহত হয়েছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন জেলার সদর উপজেলার লালানগর গ্রামের মো. দুলালের ছেলে।
আরও পড়ুন: মাগুরায় পিকআপের ধাক্কায় র্যাবের দুই সদস্যসহ নিহত ৩
স্থানীয়রা জানান, ভোরে ফেনীর দাগনভূঞা থেকে নিজের পিকআপভ্যান নিয়ে মাইজদীর উদ্দেশে রওনা হন হারুন। পথে তার গাড়িটি সেতুভাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলই চালক হারুন নিহত হন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় দুটি গাড়ি থানায় নেয়া হয়।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক নিহত
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঞা বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িদুটি জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
]]>




