বিরল রোগে আক্রান্ত ‘টাইটানিক’-এর গায়িকা
<![CDATA[
টাইটানিক ছবিতে গাওয়া ‘মাই হার্ট উইল গো অন’ গানটির গায়িকা বিরল রোগে আক্রান্ত হয়েছেন। কানাডিয়ান এ গায়িকা তার অসুস্থতার জন্য আর কোনোদিন গান গাইতে পারবেন কি না এমন শঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা।
টাইটানিক ছবির রোমান্টিক গানটি গাওয়ার মাধ্যমে রাতারাতি বিশ্বজোড়া তারকা খ্যাতি পেয়ে যান সেলিন ডিওন।
অস্কারজয়ী গায়িকা সেলিন হঠাৎই অসুস্থ হওয়ায় সংগীতচর্চায় বড়সড় ধাক্কা খেলেন। বিরল এক স্নায়ুরোগের সঙ্গে যুদ্ধ করতে হবে তাকে। সম্প্রতি শিল্পী নিজেই জানিয়েছেন তার এ রোগের কথা।
নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে সেলিন তার ভক্তদের জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতা লেগেই ছিল গায়িকার। চিকিৎসার ভাষায় তার রোগটির নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’।
আরও পড়ুন: তিন স্বামীর সঙ্গে তিন সন্তানকে বড় করছেন কেট!
সেলিন ডিওনের রোগটিকে সংক্ষেপে ‘এসপিএস’বলা হয়ে থাকে। এই রোগে মূলত পেশিতে টান পড়ে। যার ফলে পেশির ওপর নিয়ন্ত্রণ থাকে না। যে কোনো সময় পড়ে গিয়ে চোট-আঘাত পেতে পারে রোগী।
এ রোগে সম্পূর্ণ সেরে ওঠার পরিসংখ্যান খুব বেশি নেই। ডাক্তারের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করলেও কিছুটা ভালো থাকতে পারেন সেলিন।
অটো ইমিউন ডিসঅর্ডারের এ রোগটি এতটাই বিরল যে দশ লাখের মধ্যে একজন এ রোগে আক্রান্ত হন। বর্তমানে সেলিন ডিওন গুরুতর অসুস্থ হওয়ায় তার সব লাইভ শো ইতিমধ্যেই বাতিল করে দিয়েছেন। অদূর ভবিষ্যতেও কোনো অনুষ্ঠানে দেখা যাবে না এই বিশ্বখ্যাত গায়িকাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
]]>




