ঢাবিতে বড় পর্দায় বিশ্বকাপ দেখানো নিয়ে নগদের বিশেষ বিজ্ঞপ্তি
<![CDATA[
কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে মাঠে নামছে লাতিন দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে আজকের এই দুটিম্যাচসহ আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত কোনো ধরনের ফুটবল ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় দেখাবে না ‘নগদ’।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে আয়োজক প্রতিষ্ঠান নগদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্য কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনী আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো। প্রথম সেমিফাইনাল থেকে যথারীতি খেলা প্রদর্শিত হবে।
ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উৎসাহকে কেন্দ্র করে প্রথম দিন থেকে ‘নগদ’ এর আর্থিক সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য ও মহসিন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর এ আয়োজন করা হয়। আজ থেকে ১২ তারিখ পর্যন্ত ওই তিনটি স্থানেই বড় পর্দায় কোনো খেলা দেখানো হবে না।
আরও পড়ুন: রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা
এর আগে বিকেলে ‘অরাজকতা সৃষ্টির শঙ্কা’র কথা জানিয়ে বড় পর্দায় খেলা না দেখানোর বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
তিনি বলেন, ‘বিশ্বকাপ ফুটবলের আজকের কোয়ার্টার ফাইনাল পর্বে ভিন্ন দুটি ম্যাচে জনপ্রিয় দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। বিএনপি-জামাতের সন্ত্রাসী কার্যক্রমের সফট টার্গেট হিসেবে এটিকে ব্যবহার করার আশঙ্কা রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শুধুমাত্র আজকের জন্য মুহসীন হলের মাঠ, টিএসসি ও স্বোপার্জিত স্বাধীনতায় খেলা দেখানো বন্ধ থাকছে।
একদিন আগেই বহিরাগতদের খেলা দেখতে ক্যাম্পাসে না আসার অনুরোধ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
]]>