পরশুরামে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জন জুয়াড়িকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে পরশুরাম উত্তর বাজারস্থ একটি ঘরে তাস দিয়ে বেআইনীভাবে জুয়া খেলার সময় ৭ জন জুয়াড়িকে আটক করে র্যাব।
আটককৃতরা হলো, পরশুরাম উপজেলার বাবুরকুমা চৌধুরী বাড়ীর কালা মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (২৭), কোলাপাড়ার মো. সফিক মিয়ার ছেলে মো. সবুজ (২৩), উত্তর কোলাপাড়ার হাকিম উদ্দিনের ছেলে মো. মামুন (২৬), বাঁশপদুয়া কাশেম বাড়ীর আবুল কাশেমের ছেলে মো. আলমগীর (২৭), কোলাপাড়া মোবারক বাড়ীর মোবারকের ছেলে মো. রিপু (২২), অনন্তপুর জামাল মিয়া বাড়ীর জামাল মিয়ার মো. নূর ইসলাম (৩৮) ও নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার মৌ এলাকার মফিজ উদ্দিন মুন্সীর ছেলে মো. সুরুজ আলী (৬৮)।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মঙ্গলবার মধ্যরাতে পরশুরাম উত্তর বাজারস্থ একটি ঘরে তাস দিয়ে বেআইনীভাবে জুয়া খেলার সময় ৭ জন জুয়াড়িকে আটক করে র্যাব। এসময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ১৮ সেট তাস, ৬টি খাতা, ৪টি কলম, ৪টি মানি ব্যাগ ও নগদ ৪ হাজার ৯৫০ টাকা জব্দ করে র্যাব।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ধরে বেআইনীভাবে ওই ঘরে নগদ টাকা দিয়ে জুয়া খেলে আসছিলো।
র্যাব আরো জানায়, আটককৃত ব্যাক্তিদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




