সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ,মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে ফেনী প্রেসক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদন
দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ,দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে
ফেনী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রেসক্লাবের সভাপতি দিলদার হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মোঃ মুহিববুল্লাহ ফরহাদের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি রবিউল হক রবি, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি জাফর উল্যাহ, দপ্তর সম্পাদক ও গ্লোবাল টিভির ফেনী জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম,
জেএসডি’র উপদেষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ, সংস্কৃতিকর্মী ইকবাল হোসেন পরান, মানবাধিকার নেতা এমএ দেওয়ানী,প্রেস ক্লাবের সদস্য আমজাদুর রহমান রুবেল, দৈনিক ফেনীর সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোল্লা ইলিয়াস,ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ নাসির, সোনাগাজীর সাংবাদিক শহীদুল ইসলাম ও ওমর ফারুক প্রমূখ।
উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের কোষাধক্ষ্য ও মাই টিভির ফেনী প্রতিনিধি আমিনুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক ইসহাক মজুমদার, সদস্য জহিরুল আলম কামরুল, হাবিব মিয়াজী, মোশারফ হোসেন,সহযোগী সদস্য কফিল মাহমুদ, শরিয়ত উল্লাহ রিফাত, জহিরুল ইসলাম রাজু, হারুনুর রশিদ, ফখরুল ইসলাম,মোঃ কামরুজ্জামান হাজারী।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান।




