ম্যাচের পর স্প্যানিশ রেফারিকে ধুয়ে দিলেন মেসি
<![CDATA[
নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। এই ম্যাচ পরিচালনায় মূল দায়িত্বে ছিলেন স্প্যানিশ রেফারি অ্যান্টোনিও মাতেউ। স্প্যানিশ এই রেফারি পুরো ম্যাচে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছে দুদলের খেলোয়াড়দের, যা মেসিকে করেছে ক্ষুব্ধ। ম্যাচ শেষে তাকে একহাত নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
মূল খেলায় অ্যান্টোনিও মাতেউ মোট ১৫টি হলুদ কার্ড দেখান ফুটবলারদের। যার ভেতর আর্জেন্টিনার ৮ ফুটবলার পান ৮টি এবং নেদারল্যান্ডসের ৭ ফুটবলার পান ৭টি হলুদ কার্ড। ম্যাচের মধ্যেই আর্জেন্টাইন কোচিং স্টাফের ওয়াল্টার সামুয়েল এবং কোচ স্ক্যালোনিকে হলুদ কার্ড দেখান তিনি। এ ছাড়া পেনাল্টি শুটআউটের সময় ডামফ্রিস দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এবং নোয়া ল্যাংও হলুদ কার্ড দেখেন।
আরও পড়ুন: আর্জেন্টিনা ম্যাচে ১৮ কার্ড দেখানো কে এই রেফারি?
এমন রেফারিংয়ের কারণে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি রীতিমতো ক্ষোভে ফুঁসে উঠেছেন। ম্যাচ শেষে রেফারিকে ধুয়ে দেন তিনি। মেসি বলেছেন, ‘আমি কিছু বলতে চাই না, বললে শাস্তি পেতে হবে। কিন্তু আমার মনে হয়, এমন রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না ফিফার। তিনি এর যোগ্যই না।’
পেনাল্টি শুটআউটে ২ পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনার নায়ক বনে যাওয়া এমিলিয়ানো মার্টিনেজ। তিনিও ছাড়েননি সেই রেফারিকে। অ্যাস্টন ভিলার গোলরক্ষক বলেছেন, ‘তিনি বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। তিনি খুবই রাগী। তাকে কিছু বললে তিনি খুবই বাজেভাবে এর উত্তর দেন।’
আরও পড়ুন: সেমির মিশনে আফ্রিকান জায়ান্টদের মুখোমুখি পর্তুগাল
তবে বড় ম্যাচে অ্যান্টোনিও মাতেউর এমন আচরণ এটাই প্রথম নয়। ২০১৭-১৮ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে মার্চিং অর্ডার দিয়েছিলেন তিনি। এরপর ম্যাচশেষে মাতেউকে ধুয়ে দিয়েছিলেন গার্দিওলা।
]]>