স্বপ্নভঙ্গের পর কাতার থেকে দেশের পথে ব্রাজিল
<![CDATA[
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। হৃদয়ভাঙা ব্রাজিল শনিবার সকালেই (১০ ডিসেম্বর) টিম হোটেল ছেড়ে দেশের বিমান ধরেছে। খবর ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ওগ্লোবোর।
ওগ্লোবো জানিয়েছে, ব্রাজিলের কিছু কিছু প্লেয়ার যাবেন লন্ডনে, সেখান থেকে ইউরোপে নিজ নিজ ক্লাবের পথ ধরবেন। তারা হলেন- ভিনিসিয়াস জুনিয়র, আলেক্স স্যান্দ্রো, ব্রুনো গুইমেরেস, অ্যালিসন বেকার ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। বাকিরা ব্রাজিলের ভাড়া করা বিমানে রিও ডি জেনেরিওতে যাবেন।
আরও পড়ুন: অবসরের পর ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিতে চান সিলভা
পেদ্রো ও এভারটন রিভেইরো নামবেন রিও ডি জেনেরিওতে। এ দুজনই যাবেন ফ্রামেঙ্গোতে। ওয়েভারটন যাবেন সাও পাওলো। টুর্নামেন্টের মাঝপথে ইনজুরিতে পড়েছিলেন আলেক্স টেলেস ও গ্যাব্রিয়েল জেসুস। এই দুজন আগেভাগে কাতার ছেড়েছিলেন।
কাতার ছাড়ার আগেই ব্রাজিল কোচের পদ ছেড়েছেন তিতে। ২০১৬ সালে ব্রাজিল কোচের দায়িত্বে আসীন হন তিতে। তার অধীনে কোপা আমেরিকাসহ রাশিয়া বিশ্বকাপেও খেলে ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হলেও ২০১৯ সালে দলকে কোপা আমেরিকা জেতান তিনি।
দীর্ঘদিন ধরে ব্রাজিলকে কোচিং করানো তিতের সমালোচনা হয়ে আসছিল অনেক দিন আগে থেকে। তার ট্যাকটিক্স নিয়ে ফুটবলবোদ্ধাদের একটি অংশের আপত্তি ছিল। অনেকে মনে করেন, ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে তার পরিকল্পনায় যথেষ্ট ঘাটতি আছে। তাদের যুক্তি, এই কারণে গত বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হেরেছিল দলটি।
আরও পড়ুন: ইতিহাস গড়লেন নেইমার
এবারও ট্যাকটিক্সের কারণে সমালোচনার শিকার হচ্ছেন তিতে। ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও যে হেরেছে তার শিষ্যরা, তাও আবার পেনাল্টিতে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে তারা হেরেছে ১(৪)-১(২) ব্যবধানে।
]]>




