পর্তুগালের বিদায়ের দিন রেকর্ড গড়লেন রোনালদো
<![CDATA[
মরক্কোর কাছে অপ্রত্যাশিত হারে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে রোনালদোর পর্তুগাল। ম্যাচটি হেরে পর্তুগাল বিদায় নিলেও বদলি হিসেবে নেমে একটি রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
কোয়ার্টার ফাইনালে আফ্রিকার দেশ মরক্কোর কাছে ১-০ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচের ৪২ মিনিটে একমাত্র গোলটি করেন ইউসুফ এন-নেসিরি।
আরও পড়ুন: রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন পেপে
মরক্কোর বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না রোনালদো। ম্যাচের ৫২ মিনিটে রুবেন নেভেসের বদলি হিসেবে নামেন সিআর সেভেন। আর মাঠে নেমেই আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসান পর্তুগিজ অধিনায়ক। আগে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি ছিল কুয়েতের স্ট্রাইকার বাদের আল-মুতাওয়ার। সেই রেকর্ডে এখন ভাগ বসিয়েছেন রোনালদো। দুজনের আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা এখন ১৯৬।
এর আগে কাতার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই একটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন রোনালদো। ঘানার বিপক্ষে পর্তুগালের উদ্বোধনী ম্যাচে গোল করেছিলেন রোনালদো। সে ম্যাচে গোল করে বনে যান ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি পাঁচ বিশ্বকাপে গোল করেছেন।
চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না রোনালদোর। কাতারে বিশ্বকাপ খেলতে আসার আগে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে এক বোমা ফাটানো সাক্ষাৎকার দিয়ে বিতর্ক তৈরি করলেন নিজেই। এরপর বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের কারণে কোচ সান্তোস তাকে বেঞ্চে বসিয়ে রাখেন, যা নিয়ে অনেক আলোচনা হয়।
আরও পড়ুন: চোখের জলে রোনালদোর বিদায়
কাতার বিশ্বকাপে বিদায়ের মধ্য দিয়েই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ৩৭ বছর বয়সী রোনালদো। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও অনেকেই বিশ্বাস করছেন এটাই রোনালদোর শেষ বিশ্বকাপ। পাঁচ বিশ্বকাপে ২২ ম্যাচ খেলে ৮টি গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১৯৬ ম্যাচে গোল করেছেন ১১৮টি।
]]>