চার ঘণ্টা পর ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
<![CDATA[
ময়মনসিংহে বগি লাইনচ্যুত হওয়ার প্রায় চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে সকাল ৭টা ৪০ মিনিটে নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ময়মনসিংহ-গৌরীপুর ট্রেন চলাচল প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকে।
ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক মেহেদী হাসান সময় সংবাদকে জানান, ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর এবং ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় লাইনচ্যুত হওয়া বগিটি লাইনে তুলতে সক্ষম হয়। বেলা ১১টা ২০ মিনিটে রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
এদিকে ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে অঞ্চলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন সময় সংবাদকে জানান, ট্রেন লাইচ্যুতের বিষয়টি স্বাভাবিক। তারপরও ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
]]>