বেবি বাম্পে ধরা দিলেন মাহি
<![CDATA[
ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি প্রথম মা হওয়ার খবর জানিয়েছিলেন সেপ্টেম্বরে। এবার তাই বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এলেন তিনি।
‘পোড়ামন’খ্যাত এ নায়িকা মা হওয়ার এই জার্নি ভালোই উপভোগ করছেন স্বামীর সঙ্গে। বর্তমানে কক্সবাজারে স্বামীর সঙ্গে অবকাশযাপন করছেন তিনি।
সেখানেই কিছু সুন্দর মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেন। মাহির ফেসবুকেও পোস্ট করেন সেসব ছবি। সেই ছবিতে আটকে যায় নেটিজেনদের চোখ।
আরও পড়ুন: ভালোবাসার গল্পে আদর-প্রকৃতি
সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছেন মাহি। পরনে ঢিলেঢালা পোশাক। কাঁধে স্বামী রাকিব সরকারের মায়ার হাত। পেছনে উত্তাল সমুদ্রের ঢেউ। এ সময় রাকিব ছিলেন নীল রঙের পোশাকে। আর সঙ্গী মাহি পরেছিলেন গোলাপি রঙের পোশাক।
বিয়ের পর ভালোই দিন কাটছে তাদের। যদিও মাহির দ্বিতীয় স্বামী রাকিব সরকার। ২০২১ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন তারা। এর আগে ২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি বিয়ে করেছিলেন সিলেটের মাহমুদ পারভেজ অপুকে। অপুর সঙ্গে পাঁচ বছরের সেই সংসারের বিচ্ছেদ করে রাকিবের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।
]]>