নেদারল্যান্ডসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে খাদ্যমূল্য
<![CDATA[
নেদারল্যান্ডসে হুহু করে খাদ্যের দাম বাড়ছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের নভেম্বরে দেশটিতে খাদ্যমূল্য ১৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্ট্যাটিস্টিকস নেদারল্যান্ডসের (সিবিএস) প্রকাশিত তথ্যে এমন চিত্রই দেখা গেছে।
এ ছাড়া গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের নভেম্বরে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রুটি, সিরিয়াল, মাংস এবং দুগ্ধজাত পণ্যের দাম ব্যাপক হারে বেড়েছে। যার প্রভাবেই ভোক্তা মূল্যসূচক এতটা বেড়ে গেছে।
এদিকে ইউরোপীয় হারমোনাইজড কনজুমার প্রাইস ইনডেক্সের (এইচআইসিপি) তথ্যানুসারে, ২০২১ সালের একই সময়ের তুলনায় এ বছরের নভেম্বরে নেদারল্যান্ডসে পরিষেবা এবং ভোগ্যপণ্যের দাম ১১ দশমিক ৩ শতাংশ বেশি ছিল।
অপরদিকে ডাচ আর্থিক পরিষেবা সংস্থা রাবোব্যাংক সোমবার (৫ ডিসেম্বর) তাদের সবশেষ প্রকাশিত ত্রৈমাসিক (জুলাই থেকে সেপ্টেম্বর) প্রতিবেদনে জানিয়েছে, কোভিড অতিমারির ধাক্কা কাটিয়ে উঠে অর্থনৈতিক পুনরুদ্ধারের অনুমান করা হচ্ছিল। কিন্তু গত ত্রৈমাসিকে নেদারল্যান্ডসের অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে গেছে।
আরও পড়ুন: গ্যাস বাঁচাতে জনগণকে হিটার ব্যবহার কমানোর আহ্বান জার্মানির
আগামী বছরগুলোতে দেশটির অর্থনীতি তেমন একটা বৃদ্ধি পাবে না বলে জানিয়েছে আর্থিক সংস্থাটি।
রাবোব্যাংকের অর্থনীতিবিদ নিক ভ্রিসেলার বলেছেন, ডাচ অর্থনীতি তলানিতে ঠেকেছে। দেশটির সর্বক্ষেত্রে দক্ষ জনবল ও সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। এমনকি বিদ্যুতের দাম বাড়ার কারণে উৎপাদন সক্ষমতাও চাপের মুখে পড়েছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কঠিন হয়ে ওঠে।
নিক ভ্রিসেলার বলেন, উচ্চ মূল্যস্ফীতি এবং সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে ভোক্তা ও ব্যবসায়প্রতিষ্ঠানগুলো ব্যাপক চাপের সম্মুখীন হচ্ছে।
এদিকে বিশ্লেষকদের ধারণা, এ বছরের ডাচ অর্থনীতি তাদের প্রত্যাশিত ৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। তবে তার পরই দেশটির অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। পরের বছর মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির ভবিষ্যদ্বাণী করছেন তারা। এ ছাড়া ২০২৪ সালে দেশটির জিডিপি ১ শতাংশ বাড়ার পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা।
সূত্র: আরটি
]]>




