পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা ইমরানের
<![CDATA[
চলতি মাসেই পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ বিষয়ে প্রদেশটিতে পিটিআইয়ের সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠনকারী দল পিএমএল-কিউ’র সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানানো হয়।
তবে শাহবাজ সরকারের দাবি, পার্লামেন্ট ভেঙে দেয়ার ভুয়া হুমকি দিচ্ছেন ইমরান। দ্রুত পার্লামেন্ট ভেঙে দিতে উল্টো পিটিআই চেয়ারম্যানকেই চ্যালেঞ্জ জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ।
গত এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ হারানোর পর থেকেই পাকিস্তানে আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন ইমরান খান। দেশজুড়ে পিটিআই’র লংমার্চে চাপে থাকলেও যথাসময়ে নির্বাচন করার সিদ্ধান্তে অটল থাকে শাহবাজ সরকার। এমন পরিস্থিতিতে চলতি মাসেই পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেয়া হবে বলে জানান ইমরান।
দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পার্লামেন্ট ভেঙে দেয়ার বিষয়ে পিটিআই চেয়ারম্যানের যেকোনো সিদ্ধান্ত মেনে নেবে পিএমএল-কিউ। এ বিষয়ে নিজেদের মধ্যে কোনো দ্বিমত না থাকলেও, সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করার প্রতি জোর দিয়েছে দলটি। সেইসঙ্গে পার্লামেন্ট ভেঙে দিলে দ্রুত সময়ে নির্বাচন হবে এমন আশ্বাস চেয়েছে পিএমএল-কিউ।
আরও পড়ুন: ইমরান খানকে পিটিআইয়ের নেতৃত্ব থেকে সরানোর প্রক্রিয়া শুরু
এদিকে শাহবাজ সরকারের দাবি, পার্লামেন্ট ভেঙে দেয়ার ভুয়া হুমকি দিচ্ছেন ইমরান খান। কথা না বাড়িয়ে দ্রুত পার্লামেন্ট ভেঙে দিতে পিটিআই চেয়ারম্যানকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। পাঞ্জাবে নির্বাচন দেয়া হলে শাহবাজের দল জিতবে বলেও দাবি করেছে দলটি।
তবে পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দিলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে বলে মত বিশ্লেষকদের। সত্যিই পার্লামেন্ট ভেঙে দিলে ইমরানের দলকে উল্টো চাপে ফেলতে শাহবাজ সরকার নির্বাচন দেয়া থেকে পিছিয়ে আসতে পারে বলেও ধারণা করছেন অনেকে। আর দ্রুত সময়ে নতুন নির্বাচন না দিয়ে সময় নষ্ট করা হলে উভয় পক্ষই বিপাকে পড়বে বলে মনে করা হচ্ছে।
]]>