নবাবগঞ্জে অর্ধলক্ষ টাকার ইয়াবাসহ আট মামলার আসামি আটক
<![CDATA[
দিনাজপুরের নবাবগঞ্জে ইয়াবাসহ হেলাল উদ্দিন (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
রোববার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট। যার বাজারমূল্য প্রায় অর্ধলক্ষ টাকা।
আটক হেলাল উদ্দিন উপজেলার দাউদপুর ইউপির ধরঞ্জি গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।
আরও পড়ুন: নববধূ সেজে ইয়াবা পাচার, দুই তরুণীসহ আটক ৪
এ ঘটনায় নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মাহামুদুন্নবী বাদী হয়ে আটক হেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহেদ বলেন, গ্রেফতার আসামিকে সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে শুধু নবাবগঞ্জ থানাতেই মাদকের আটটি মামলা চলমান। এসব মামলায় সে এজাহারভুক্ত আসামি।
]]>