প্রথম টেস্টের আগের দিন হাসপাতালে সাকিব
<![CDATA[
ওয়ানডে সিরিজে প্রত্যাশিত জয়ের পর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার (১৪ ডিসেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। লড়াইয়ে নামার আগের দিন হাসপাতালে যেতে হলো টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ছিল বাংলাদেশ দলের অনুশীলন। দলের সঙ্গেই মাঠে নেমেছিলেন টেস্ট অধিনায়ক। কিন্তু অনুশীলনে নামার আগে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়। সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পান সাকিব। এরপর এক্স-রেতে কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে। সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন। এ জন্য দলের সঙ্গে থাকলেও সোমবার (১২ ডিসেম্বর) তিনি অনুশীলন করেননি।
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপে ভিন্ন এক স্পেনকে দেখা যাবে: ফুয়েন্তে
ব্যথা না কমায় মঙ্গলবার মাঠ থেকেই স্ক্যান করাতে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয়।
বাংলাদেশ দল সূত্রে জানা গেছে, সাকিবের পেশিতে টান আছে। সেটার জন্য হাসপাতালে যেতে হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে স্ক্যান করিয়েছেন সাকিব। রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে, ভারতের বিপক্ষে টেস্টে তিনি খেলবেন কি না।
]]>