মেসি দলে থাকার সুবিধা জানালেন সতীর্থ
<![CDATA[
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা আলবিসেলেস্তেদের সেমিফাইনালে তুলতে সবচেয়ে বড় অবদান লিওনেল মেসির। ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার দলে থাকলে প্রতিপক্ষের চেয়ে অনেকাংশে এগিয়ে থাকে দল। পাওয়া যায় বাড়তি সুবিধা। মেসি দলে থাকা মানেই বাড়তি সুবিধা বলে মনে করেন সতীর্থ নিকলাস ট্যাগলিয়াফিকো।
নেদারল্যান্ডসের বিপক্ষে কার্ডের খড়গে পড়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে কাটা পড়েছেন লেফটব্যাক মার্কাস আকুনা। সেই সঙ্গে কাটা পড়েছেন আরেক ফুলব্যাক গনসালো মন্তিয়েল। আজ তাই নিকলাস ট্যাগলিয়াফিকোর খেলাটা মোটামুটি নিশ্চিত।
ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে সোমবার (১২ ডিসেম্বর) সংবাদসম্মেলনে ট্যাগলিয়াফিকো এসে জানালেন, আর্জেন্টিনা দলের জন্য মেসি কতটুকু গুরুত্বপূর্ণ। ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে মেসির থাকাটা বিশেষ সুবিধা দেবে বলেই মনে করেন তিনি।
আরও পড়ুন:জিতুক মেসি, হারুক আর্জেন্টিনা: রোনালদো
ট্যাগলিয়াফিকো বলেন, ‘সে সব সময়ই এ রকম। আমাদের কাছে সে অধিনায়ক। সে এমন একজন, যে কিনা সব সময় আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।’
সেমিফাইনালের আগে বিশেষ রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি। এদিন মাঠে নামলেই ছুঁয়ে ফেলবেন বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। জার্মানির লোথ্যার ম্যাথাউস ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামলেই তাকে ছুঁয়ে ফেলবেন তিনি।
বিশেষ এ ম্যাচটি আর্জেন্টাইন অধিনায়ক বিশেষভাবে রাঙাবেন বলেই মনে করেন ট্যাগলিয়াফিকো। এখন অনেকাংশে মেসি নির্ভরতা কাটিয়ে উঠেছে আর্জেন্টিনা। তবে মেসি এই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা জানিয়েছেন এই লেফটব্যাক। তিনি বলেন, ‘আমরা যখন খেলি, সে আমাদের সব সময়ই বিশেষ সুবিধা দেয়। আমরা জানি যে আমাদের মেসি আছে। আমাদের অনুপ্রেরণা আর আশার বিরাট উৎস সে। মেসিকে অধিনায়ক হিসেবে পেয়ে আমরা সবাই খুব খুশি।’
]]>




