চট্টগ্রামের বিএম ডিপোতে ফের আগুন
<![CDATA[
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ ডিম্বের) দুপুর তিনটার দিকে এ আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের এক ঘণ্টা পর বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, আগুনের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ডিপোতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় নিয়ন্ত্রণে কাজ করে ডিপোর নিজস্ব একটি ইউনিটও। পরে এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: আগুন লাগলে বিচলিত না হয়ে যেসব কাজ করবেন
বিএম কনটেইনার ডিপোর নির্বাহী পরিচালক মাঈনুল আহসান জানান, দুপুর সোয়া ৩টায় কনটেইনার ডিপোর দক্ষিণ দিকের একটি ঝুট শেডে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে এক লাখ টাকার পাট পণ্য পুড়ে গেছে।
আরও পড়ুন: রান্না করতে গিয়ে আগুন লাগলে কী করবেন?
গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়। এ সময় দুই শতাধিক মানুষ দগ্ধ ও আহত হন। দুর্ঘটনার পর ডিপো ব্যবহার করে আমদানি-রফতানি ও খালি কনটেইনার সংরক্ষণ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এর পাঁচ মাস পর নভেম্বরের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো লিমিটেডের আমদানি-রফতানি পণ্য ব্যবস্থাপনা পুরোদমে শুরুর অনুমোদন দেয় কাস্টমস কর্তৃপক্ষ।
]]>




