বিদ্যুতের দামের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিইআরসি: প্রতিমন্ত্রী
<![CDATA[
বিদ্যুতের দাম চূড়ান্ত করার বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সমন্বিত মহাপরিকল্পনা বিষয়ক অংশীজন সভা শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, তবে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় উন্মুক্ত বাজারে ছেড়ে দেয়ার চিন্তা করছে সরকার।
এছাড়া জ্বালানি খাতকে কীভাবে ভর্তুকি থেকে বের করা যায়, সেটিও সরকারের ভাবনায় রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
বিশ্ব পরিস্থিতির ওপর নির্ভর করে জ্বালানির দাম সমন্বয় করা হবে উল্লেখ করে তিনি বলেন, তেলের দাম নিয়মিত সমন্বয় করা যায় কি না, আমরা সেই চেষ্টা করছি। সে বিষয়ে নীতিমালা করা হচ্ছে।
আরও পড়ুন: রোজা পর্যন্ত দেশে কোনো খাদ্যসংকট হবে না: মন্ত্রিপরিষদ সচিব
বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখার আশ্বাস দিয়ে নসরুল হামিদ বলেন, আগামী ২ বছরের মধ্যে ২ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ আনতে চাই।
গত মাসে বিদ্যুতের পাইকারি দাম ২০ শতাংশ বাড়ানো হয়। এরপরই গ্রাহক পর্যায়ে সম্ভাব্য দাম বাড়ানো বিষয়টি আলোচনায় আসে। এরই মধ্যে ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর আবেদন নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি’র দারস্থ সব বিতরণ কোম্পানি। সেখানে ২০ থেকে ২৩ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এ নিয়ে গণশুনানির জন্য আগামী ৮ জানুয়ারি দিন ঠিক করেছে বিইআরসি।
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম ৭৫ থেকে ৮০ ডলারে নেমে আসলেও দেশের বাজারে দাম কমানো হয়নি।
]]>




